দামী নয় , ভালো খেলোয়াড়দের দিকে ঝুঁকবে ইস্টবেঙ্গল
East Bengal will lean towards good players, not expensive ones

The Truth Of Bengal: নতুন মরসুম নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল কর্তারা। এবার সে কারণে বৈঠকেও বসেছিলেন । বৈঠকে যা আলোচনা হয়েছে তা বেশ সদর্থক হবে বলেই মত ইস্টবেঙ্গল তাদের । নতুন মরশুমে বিদেশী ফুটবলারদের অনেককেই ছেড়ে দেওয়া হবে , ঠিক তেমনভাবে নতুন বেশ কয়েকজন ফুটবলারকে দলে নেওয়া হবে।
ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন আরও চার থেকে পাঁচ জন ফুটবলারকে নেওয়া হবে নতুন মরসুমে।ইস্টবেঙ্গল এর তরফ থেকে জানানো হয়েছে ১৫ই জুনের মধ্যে দল গঠনের কাজ শেষ হবে। এমন দল তৈরি করা হবে যারা মাঠে ভালো খেলবে সেটাই নিশ্চিত করা প্রধান লক্ষ্য হবে এবার ইস্টবেঙ্গলের। আগামী বছর যাতে ভালো জায়গায় পৌঁছাতে পারে দল সেই নিয়ে আলোচনা হয়েছে।
এবারের আই এস এল লিগে ইস্টবেঙ্গল খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। ২২ টা ম্যাচের মধ্যে মাত্র ছটা ম্যাচে জয়লাভ করেছে তারা। এমন খেলোয়াড় খোঁজার দিকে নজর দিচ্ছে ইস্টবেঙ্গল কর্তারা, যারা আগামী মরসুমে দলকে জয়ের সরণীতে নিয়ে এসে দাঁড় করাবে। তবে এবার বাজেট বেশি না কম সে বিষয়ে কিছু আলোচনা হয়নি এই বৈঠকে বলেই জানা গেছে।
Free Access