প্রযুক্তি

১৮ জুন দেশের বাজারে নয়া সিএনজি বাইক আনছে বাজাজ, কী কী ফিচার থাকবে?

Bajaj is bringing a new CNG bike to the market on June 18, what features will there be?

The Truth Of Bengal, Mou Basu : বাইকপ্রেমীদের জন্য সুখবর। দেশের বাইকপ্রেমীদের জন্য আরও একটি আকর্ষণীয় নতুন বাইক নিয়ে আসতে চলেছে বাজাজ। সংস্থাটি আর কয়েকদিন পরেই দেশের প্রথম সিএনজি বা কম্প্রেসড ন্যাচরাল গ্যাসে চালিত বাইক লঞ্চ করতে চলেছে। বাজাজ অটো ১৮ জুন ভারতের প্রথম সিএনজি চালিত মোটরবাইক লঞ্চ করবে। বাজাজ অটো –এর ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ ৩ মে বাজাজ পালসার NS400Z বাইকটির লঞ্চের ইভেন্টে এই সিএনজি বাইকটির লঞ্চের তারিখের ঘোষণা করেন।

বাজাজ অটো আগেই জানিয়েছিল যে, কোম্পানিটি একটি সম্পূর্ণ নতুন ব্র্যান্ডের অধীনে বাইকটি লঞ্চ করবে। এটি একটি বাই-ফুয়েল মোটরসাইকেল হতে চলেছে। অর্থাৎ, বাইকটি কম্প্রেসড ন্যাচরাল গ্যাস এবং পেট্রল দুই ধরনের জ্বালানির মাধ্যমেই চলবে। এন্ট্রি লেভেল অর্থাৎ, 125cc ও তার থেকে কম পাওয়ার যুক্ত পেট্রল চালিত বাইকগুলির তুলনায় এটির দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকবে। বাইকটি সম্ভবত প্রিমিয়াম রেঞ্জে লঞ্চ করা হতে চলেছে।

তবে, যেহেতু পেট্রলের তুলনায় সিএনজির খরচ কম, সেই ক্ষেত্রে এই বাইকটি ক্রেতাদের জন্য একটি খুব সাশ্রয়ী বিকল্প হতে চলেছে। কারণ, বাইকটি চালানোর ও ব্যবহার করার খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম হবে। মোটরবাইকটির সঙ্গে সম্পর্কিত কোন তথ্য এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানা যায়নি। অর্থাৎ, এটির ফিচার কী হতে চলেছে, কী ইঞ্জিনই বা থাকবে, সেই সমস্ত বিষয়গুলি এখনও স্পষ্ট নয়। বাজাজ সম্প্রতি 29 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারির মধ্যে গ্লাইডার, ম্যারাথন, ট্রেকার এবং ফ্রিডম –এর মতো নামগুলির জন্য ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন জমা করেছে। আসন্ন সিএনজি মডেলটির নাম এগুলির মধ্যে থেকে একটি হতে চলেছে বলে ধারণা করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কেও সেইভাবে এখনও কোন তথ্য প্রকাশিত হয়নি।

Related Articles