ফুল এইচডি+ রেজোলিউশন সহ ৬.১ ইঞ্চি ডিসপ্লে সমেত বাজারে এল গুগলের নতুন এআই প্রযুক্তি
Google's new AI technology came to the market with a 6.1-inch display with FullHD+ resolution

The Truth Of Bengal, Mou Basu : বহুদিন ধরে অপেক্ষা ছিল। শেষমেষ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে বাজারে লঞ্চ হল Google Pixel 8a। Google Pixel 8a স্মার্টফোনে রয়েছে ওলেড (OLED) ডিসপ্লে, Google Tensor G3 প্রসেসর, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৪,৪৯২ এমএএইচ ব্যাটারি। ৭ বছর ধরে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড করা হবে।
গুগল পিক্সেল ৮এ ফোনটি বে, অ্যালো, ওবসিডিয়ান এবং পোর্সেলিন – এই ৪টি রঙে পাওয়া যাবে। এদেশে স্মার্টফোনটির বেস ১২৮ জিবি স্টোরেজের স্মার্টফোনের দাম রাখা হয়েছে ৫২,৯৯৯ টাকা। আর ২৫৬ জিবি মডেলের দাম ৫৯,৯৯৯ টাকা। গুগল পিক্সেল ৮এ হ্যান্ডসেটের প্রি-অর্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই চালু হয়ে গেছে এবং এটি আগামী ১৪ মে থেকে বাজারে পাওয়া যাবে।
গুগল পিক্সেল ৮এ ফোনে ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.১ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। এতে আছে গরিলা গ্লাস ৩-এর সুরক্ষার সুবিধা। এর কোণগুলি আরও গোলাকার। স্মার্টফোনটিতে আইপি৬৭-সার্টিফায়েড ফিচার আছে ধুলো এবং জল থেকে বাঁচানোর জন্য। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
ভালো ছবি তোলার জন্য এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে৷ আর ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা আছে। সামনের এবং পিছনের উভয় ক্যামেরা দিয়ে ৪কে পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও, Google Pixel 8a ফোনে ম্যাজিক এডিটর, বেস্ট টেক, আল্ট্রা এইচডিআর সহ একাধিক ক্যামেরা ফিচার মিলবে। Google Pixel 8a ইন-হাউস Tensor G3 চিপসেটে চলে এবং এটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, গুগলের এই স্মার্টফোনটি ১৮ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৪৯২ এমএএইচ ব্যাটারি রয়েছে।ফোনটিতে সার্কেল টু সার্চ, পিক্সেল কল অ্যাসিস্ট্যান্স এবং জেমিনি সহ এআই (AI) নির্ভর ফিচারগুলিও রয়েছে।