দেশ
Trending

পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য তারকা, প্রভাবশালীরা সমান দায়ীঃ সুপ্রিমকোর্ট 

Stars, influencers are equally responsible for Patanjali's ad

The Truth of Bengal : রামদেবের পতঞ্জলির বিজ্ঞাপন বিতর্ক আবারও সংবাদ শিরোনামে। অভিযোগ উঠেছে পতঞ্জলী বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছাপিয়ে মানুষকে প্রতারণা করেছে।তাই যোগ গুরু রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণকে পতঞ্জলি আয়ুর্বেদের বিভ্রান্তিকর বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় বারবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার সেই সংক্রান্ত মামলায় সুপ্রিমকোর্ট কড়া অবস্থান প্রকাশ করল।ধারাবাহিক শুনানি প্রক্রিয়া চলার মাঝে মঙ্গলবার বিচারপতি হিমা কোহলি এবং এ আমানুল্লার নেতৃত্বাধীন ডিভিসন বেঞ্চ এবিষয়ে কড়া মন্তব্য করেছেন।তাঁদের মতে,বিভ্রান্তিকর এই বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য তারকা ও সোশ্যাল মিডিয়ার প্রভাব ফেলেন এমন ব্যক্তিত্বরাও এরজন্য সমানভাবে দায়ী।

এর আগে সুপ্রিমকোর্টের বেঞ্চ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে তিরস্কার করে।একইসঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে,বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার সময়  ঘোষণাপত্র দিতে হবে। এই বিষয়ে বেঞ্চ ২০২২-এর বিভ্রান্তিকর বিজ্ঞাপন রদ বিষয়ক গাইডলাইনের কথাও উল্লেখ করেছে।সেই ১৩নম্বর গাইডলাইনের কথা তুলে ধরে শীর্ষ আদালত স্পষ্ট বার্তা দিয়েছে,যেকোনও পণ্য বা পরিষেবা সম্পর্কে পর্যাপ্ত তথ্য ও বিশদ বিবরণ ক্রেতাদের জানানো জরুরি,যাতে কেউ প্রতারিত না হন। ক্রেতাদের যথেষ্ট পণ্য-পরিষেবা সম্পর্কে ওয়াকিবহাল করার জন্যই এই পদ্ধতি অবলম্বন ভীষণ জরুরি। বিশেষ করে স্বাস্থ্য ও খাদ্য সংক্রান্ত বিষয়ে কোম্পানি বা পণ্য উত্পাদনকারীদের  যথেষ্ট সংবেদনশীল হওয়া যে দরকার সেকথাও মনে করিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। এই মামলার পর্যবেক্ষণে বেঞ্চের তরফে জোর দেওয়া হয়,সংশ্লিষ্ট মন্ত্রকের ক্রেতাদের অভিযোগ গ্রহণ ও যুক্তিগ্রাহ্য নিষ্পত্তির বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। কেবল বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে মতামত প্রকাশ করে দায় সারলে যে হবে না তাও সুপ্রিমকোর্টের বেঞ্চ জনস্বার্থে জানিয়েছেন। এরসঙ্গে যেসব সংস্থা বিজ্ঞাপন দেয় বা বিজ্ঞাপন মানুষের কাছে তুলে ধরে তাঁদের ঘোষণাপত্রে প্রাসঙ্গিক নিয়ম-বিধির সঙ্গে  বাণিজ্যিক  সংকলিত তথ্য  সংযোজিত করা অবশ্যই দরকার। দুই সদস্যের বেঞ্চের অভিমত হল,বিজ্ঞাপনের অনুমোদন দেওয়ার আগে অবশ্যই ঘোষণাপত্র যুক্ত করা আবশ্যিক।

১৯৯৪এর কেবেল টিভি নেটওয়ার্ক আইন এর বিজ্ঞাপনী বিধি অনুসারে অবশ্যই সেল্ফ ডিক্লারেশেন দেওয়া জরুরি। টিভি ব্রডকাস্টার বা সম্প্রচারকারীদের অতি অবশ্যই  ব্রডকাস্ট বিষয়ক এই ঘোষণাপত্র  আপলোড করতে হবে বলেও শীর্ষ আদালত নির্দেশ জারি করেছে।৪ সপ্তাহের মধ্যে প্রিন্ট মিডিয়াকেও পোর্টাল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিমকোর্টের তরফে। এই জনস্বার্থবাহী মামলার পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছে।সেখানে জানানো হয়েছে, আমরা চাই না লাল ফিতের ফাঁস,আমরা বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপনকে জটিল করে তুলতে।আমরা কেবল চাইছি বিজ্ঞাপনদাতাদের সমাজের প্রতি দায়বদ্ধ করতে। বিচারাধীন বিষয় নিয়ে  ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি একটি সাক্ষাত্কারে মন্তব্য করায় তাঁকে নোটিস দেওয়া  হয়েছে।অভিযোগ উঠেছে,আরবি অশোকান সুপ্রিমকোর্টের পর্যবেক্ষণ নিয়ে দুর্ভাগ্যজনক বলে মতপ্রকাশ করেন। ১৪মে এবিষয়ে পরবর্তী শুনানিতে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট পতঞ্জলির কাছে আদালত জানতে চেয়েছে, পতঞ্জলির পণ্যের ‘বিভ্রান্তিকর বিজ্ঞাপন’ সরানোর জন্য তারা কোনও পদক্ষেপ করতে যাচ্ছে কিনা। নিষিদ্ধ করার পরেও বেশ কিছু অনলাইন  মাধ্যমে দেখা যাচ্ছে সেই বিজ্ঞাপন।  বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লার সুপ্রিম কোর্টের বেঞ্চ পতঞ্জলির আইনিজীবীর কাছে জানতে চান, ‘ আপনার পণ্য সম্পর্কে আপনি যে বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলি তৈরি করেছেন, যা বর্তমান নিষিদ্ধ করা হয়েছে… ইন্টারনেটে এখনও  তা দেখা যাচ্ছে- আপনি সেগুলো  সরিয়ে দেওয়ার জন্য কী করছেন?’ আইনজীবী বলবীর সিং আদালতকে জানান, পরবর্তী শুনানির মধ্যেই এই  বিষয়ের বিভ্রান্ত দূর করার পরিকল্পনা তৈরি করবে সংস্থা।  কোভিড-১৯ টিকাকরণ পরিকল্পনা  এবং আধুনিক ওষুধের বিরুদ্ধে পতঞ্জলি এবং তার প্রতিষ্ঠাতাদের প্রচারের বিরুদ্ধে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন  দ্বারা দায়ের করা একটি আবেদনের শুনানিতে এই সংক্রান্ত কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট।তারকাদের জন্য যে সতর্কবার্তা দেওয়া হয়েছে তাও বেশ লক্ষ্যণীয়।

Related Articles