কলকাতা

ভোটের আগে শহরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, খোদ কলকাতায় এত টাকা এল কোথা থেকে?

Millions of rupees recovered in the city before the election, where did this money come from in Kolkata itself?

The Truth Of Bengal : লোকসভা নির্বাচন চলছে। রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণ মালদা, মুর্শিদাবাদে। কলকাতা ও শহরতলিতে ভোটের প্রচার জোর কদমে চলছে। এরই মধ্যে মহানগরী কলকাতা থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। কড়া নজরদারী চলছে কমিশনের। বেআইনি অর্থ লেনদেন রুখতে পুলিশের কড়া প্রহরা। বেআইনি কিছু দেখলেই পদক্ষেপ। পুলিশের এই তৎপরতায় মিলল সাফল্য।

কলকাতায় লোকসভা নির্বাচনের আগে ফের লক্ষ লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ।

জানা যায়, গতকাল অর্থাৎ সোমবার রাত প্রায় 8 টা নাগাদ হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকেরা বাজেয়াপ্ত করেন প্রায় 8 লক্ষ টাকা। পুলিশ সূত্রের খবর, পুলিশ আধিকারিকরা গোপন সূত্রের খবর পেয়ে, এক সন্দেহজনক এক ব্যক্তিকে গ্রেফতার করেন হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত (7C Clive Row) এলাকা থেকে। এরপর ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে, হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকেরা পৌঁছান ওই ব্যক্তির ক্যানিং স্ট্রিটের অফিসে। সেখান থেকে হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেন :- ভারতীয় মুদ্রার অনুসারে নগদ ২,৪৫,০০০/- টাকা এবং US Dollar ৩,০০০। যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম :- সঞ্জয় কুমার যাদব, বয়স ২৫ বছর। হাওড়ার বাসিন্দা।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। কলকাতায় লোকসভা নির্বাচনের আগে কোথা থেকে লক্ষ লক্ষ টাকা এল, শুধু তাই নয় বৈদেশিক মুদ্রা কিভাবে এলো সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles