রাজ্যের খবর

স্ত্রীকে চপারের কো*প! নেপথ্যে কী? তদন্তে পুলিশ

Chopper's wife! What's behind? Police investigating

The Truth Of Bengal : কড়েয়া থানার অন্তর্গত, নাসিরুদ্দিন রোডের ‘লেভেল আপ’ ক্যাফে নামের একটি ক্যাফের বাইরে ইরতিকা সাকিব নামের 29 বছর বয়সের এক যুবক গতকাল সন্ধ্যায় তার স্ত্রী আরিবা ইকবাল (বয়স ২৪) কে চপারের আঘাতে হত্যা করার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহত অবস্থায় অভিযুক্তের স্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে তার। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে কড়েয়া থানার পুলিশ। মামলা দায়ের হয়েছে।

প্রসঙ্গত পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত এই ব্যক্তিকে আগে কড়েয়া থানার পুলিশই গ্রেফতার করেছিলেন। 6 পকসো আইনের মাধ্যমে পূর্বে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়াও ভারতীয় দণ্ডবিধির 417/376/506 ধারার সহযোগেও তাকে গ্রেফতার করা হয়েছিল সেই সময়। মূলত পুলিশ সূত্রের আরো খবর, যে অভিযোগ করেছিল সেই অভিযোগকারীনিকেই পরে বিয়ে করে অভিযুক্ত। তাকেই বর্তমানে খুন করল অভিযুক্ত। এই হত্যার পেছনে বড় কোন তথ্য থাকতে পারে বলে মনে করছে পুলিশ আধিকারিকরা। এই ঘটনার নেপথ্যে অন্য কি কারণ থাকতে পারে সেই ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related Articles