মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরে কড়া নিরাপত্তা, শুরু হেলিকপ্টারের ট্রায়াল রান
Security tightened during Chief Minister's visit to Bankura, helicopter trial run begins

The Truth Of Bengal : কৈলাস বিশ্বাস, বাঁকুড়া : আগামীকাল বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাত্রসায়ের গরু হাটতলা মাঠে সভা করবেন তিনি। নির্বাচনী এই সভায় রেকর্ড সংখ্যক ভিড় করার প্রস্তুতি শুরু করেছে তৃনমূল। আজ সভাস্থলে হেলিকপ্টারের ট্রায়াল রান করা হল।
নির্বাচন ঘোষণার পর বাঁকুড়ার তৃনমূল প্রার্থী অরুপ চক্রবর্তীর সমর্থনে রাইপুরে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে ফের আগামীকাল বাঁকুড়া সফরে যাচ্ছেন তৃনমূল সুপ্রিমো। এবার তাঁর লক্ষ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। আগামীকাল বিষ্ণুপুর লোকসভার তৃনমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে সভা করার কথা তাঁর। মুখ্যমন্ত্রীর এই সভাকে ঘিরে এখন সাজো সাজো রব পাত্রসায়ের ব্লকে। গোটা ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত মুড়ে ফেলা হয়েছে তৃনমূলের দলীয় পতাকায়। আজ সভাস্থলের পাশেই অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারের ট্রায়াল রান হয়। তৃনমূলের দাবী মুখ্যমন্ত্রীর সভায় লক্ষাধিক মানুষের ভিড় করার লক্ষমাত্রা নেওয়া হয়েছে।