দেশ
Trending

OMG!ইনস্টাগ্রামে প্রতারণা, খোয়ালেন ২.৫ কোটি টাকা

OMG! Fraud on Instagram, lost 2.5 crore rupees

The Truth Of Bengal,Mou Basu : ৫২ বছর বয়সি বেঙ্গালুরুর এক মহিলা উদ্যোগপতি সম্প্রতি সাইবার অপরাধের শিকার হয়েছেন। গত ৬ এপ্রিল থেকে ২২ এপ্রিলের মধ্যে এই সাইবার অপরাধ হয়েছে। মধ্যবয়সি ওই মহিলা সহজে টাকা বাড়ানোর প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হয়ে মোবাইল ফোনে আসা অজানা একটি লিঙ্কে ক্লিক করতেই গোটা ঘটনার সূত্রপাত হয়। লিঙ্কটি তাঁকে একটি ইনস্টাগ্রাম (Instagram) গ্রুপে যুক্ত করে।

প্রাথমিকভাবে, তাঁকে আর্থিক পুরস্কারের বিনিময়ে ইউটিউব (YouTube) চ্যানেল ‘লাইক’ করতে বলা হয়, আর ব্যাপারটিকে সরল দেখে ওই মহিলা অল্প সময়ের মধ্যে তাঁর রিটার্ন দ্বিগুণ করার জন্য আরও বিনিয়োগের দিকে এগিয়ে যান। এরপর তিনি স্রেফ বোকা বনে গিয়ে কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েন।

মহিলাটি প্রতারণার কথা বোঝামাত্রই সঙ্গে সঙ্গে পুলিশকে গোটা বিষয়টি জানান। স্ক্যামারদের চাতুর্য সত্ত্বেও পুলিশ ইতিমধ্যে অনেকটা টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশের পরামর্শ, সোশ্যাল মিডিয়া বা মেসেজ-ইমেইলের মাধ্যমে প্রাপ্ত লিঙ্কগুলি এড়িয়ে চলুন।

Related Articles