মিল্ক-পাউডারে মদ ! দুগ্ধ পানের পর কোমায় গেল একরত্তি
Alcohol in milk-powder! Ekratti fell into coma after drinking milk

The Truth of Bengal: চার মাস বয়সী শিশুর মিল্ক-পাউডারে ভুলবশত মদ মিশিয়ে দিয়েছিলেন ঠাকুরমা। আর তার জেরেই এবার কোমায় গেল একরত্তি। ঘটনাটি ইতালির দক্ষিণাংশের শহর ব্রিন্দিসির ফ্র্যান্সাভিলা ফনটানাতে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার শিশুটিকে প্রথমে মদ মিশ্রিত ওই মিল্ক-পাউডার দেওয়া দুধ খাওয়াতে গেলে কিছুক্ষণ পর ওই দুধ খেতে অস্বীকার করে সে। এরপর তার ঠাকুরমা তাকে নিয়ে তড়িঘড়ি পেরিনো হাসপাতালে গেলে, চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করেন।
শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি তাকে স্থানান্তরিত করা হয় গিওভানি শিশু হাসপাতালে। অপরদিকে, কী করে এই ঘটনা ঘটল ওই শিশুর ঠাকুরমার কাছে জানতে চাওয়া হলে, প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, মদের বোতল এবং মিল্ক-পাউডারের বোতলের রং এক হওয়ার কারণে বুঝতে না পেরেই মিশিয়ে ফেলেন তিনি। আর তারপরেই ঘটে বিপত্তি।
তবে, বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলেই খবর মিলেছে। অপরদিকে, গোটা ঘটনায় নজর রাখছে পুলিশ-প্রশাসন। প্রসঙ্গত, গত বছরে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, ১৮ মাসের শিশুকে কীভাবে একজন প্রাপ্তবয়স্ক মহিলা মদ পান করাচ্ছিলেন। ভিডিওটি দেখে শিউরে উঠেছিল প্রত্যেকে। আর এবারে এই ঘটনা যেন পুরানো সেই স্মৃতিকে আরও একবার উস্কে দিল।