
The Truth Of Bengal : বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় কিংবা অনন্য রেড কার্পেট ‘মেট গালা’! সূত্রের খবর সোমবার এই ফ্যাশন ইভেন্টের আসর বসতে চলেছে, যার কারণে প্রস্তুতি একেবারেই তুঙ্গে। শুধুমাত্র হলিউডেই নয়, এর আগে বলিউডের প্রচুর সেলেব দের এই রেড কার্পেটে নিজের অনন্য লুক ভাইরাল হতে দেখা গিয়েছিল গণমাধ্যমে। পিসি’র লুককে যেখানে সেবছর ট্রোলারদের শিকার হতে হয়েছিল সেখানে তাঁর সেই লুক পেয়েছিল আন্তর্জাতিক এই সম্মান।
এবছর ‘মেট গালা’ তাদের তরফ থেকে ড্রেস কোড রেখেছেন,”দ্য গার্ডেন অফ টাইম”, যা জে.জি ব্যালার্ড এর ছোট গল্প থেকে অনুপ্রাণিত। তবে একটা অনুষ্ঠানের কিছু নিয়ম বা রীতি-নীতি থাকে, যা স্পষ্ট করে দেওয়া হয়েছে, মেট গালার পক্ষ থেকে।
মেট গালার ৯টি নিয়ম বিস্তারিত জানুন:
‘মেট গালা’র নিয়ম বড্ড কড়া! সকল সেলেবদের অন্তত পক্ষে একবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার ইচ্ছা থাকে। কিন্তু আপনি যদি কোনও সঠিক কারণ ছাড়াই আমন্ত্রণ এর পর অনুষ্ঠানে উপস্থিত না হতে পারেন তবে, হয়তো আপনি আর কখনোই ‘মেট গালা’য় আমন্ত্রিত হবেন না! তাছাড়াও আরও বেশকিছু নিয়মাবলী রয়েছে,
১। মোবাইল ব্যাবহারে নিষেধাজ্ঞা:
যদি মনে হতে পারে যে কেন? এই যে কাইলি জেনার কত সুন্দর বাথরুম নিজস্বী ছেড়ে ছিলেন সোশ্যাল মিডিয়াতে! তবে কিছু নিয়ম তৈরি করাই হয় যাতে তা ভাঙা যায়! তবে ‘মেট গালা’য় মোবাইল ব্যবহারে থাকছে নিষেধাজ্ঞা। সঙ্গে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা কিংবা সেইসময় সেলফি নেওয়া কোনও ভাবেই যাতে কেউ না করে সেবিষয়টি’কেও প্রাধান্য দেওয়া হবে।
২। পরিবারের কোনও সদস্য কিংবা ঘনিষ্ঠ কোনও বন্ধুর সঙ্গে অনুমতি ছাড়া মেট গালায় প্রবেশ নিষিদ্ধ:
একটা বৃহৎ অনুষ্ঠান! সেখানে উপস্থিত থাকবেন বহু মানুষ। সবার জন্য আসন সংরক্ষণ করা তাও আবার সঠিকভাবে ভীষণ প্রয়োজনীয় একজন হোস্টের কাছে। তাছাড়াও অনুমতি ছাড়া কোনও ‘লভ বার্ডস্’ ও পাশাপাশি বসতে পারবেন না এদিন। অতিথিদের তালিকা সহ কে কাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে আসবেন তা সম্পূর্ণ নিয়ন্ত্রণের সঙ্গেই দেখেন আনা উইন্টুর। সুতরাং তাঁর অনুমতি ছাড়া মাছি গলারও সুযোগ থাকবে না নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট’ এর অনুষ্টিত হতে চলা মেট গালা ২০২৪ অনুষ্ঠানটিতে।
৩। মুখ থেকে দুর্গন্ধ এড়াতে হবে সকলকে:
ফ্রেশ হওয়া একেবারেই দরকার সেলবদের। মুখ থেকে বেরোনো কোনও প্রকার দুর্গন্ধ এড়াতে হবে সকলকেই। অতিথিদের মুখ থেকে পেঁয়াজের দুর্গন্ধ একেবারেই চলবে না। যাঁর কারণবশত উইন্টুর নিজেই মেনু তৈরি করছেন। এবং মেনু থেকে পেঁয়াজ, রসুন সহ পার্সল’কে বাদ দিয়েছেন।
৪। ধূমপানে নিষেধ:
মেট গালায় একেবারেই ধূমপান নিষিদ্ধ। একটা সুন্দর মনোরম পরিবেশে সিগারেটের তীব্র গন্ধ একেবারেই কাম্য নয়। এটি আসলে কোনও পার্টি নয়, যেখানে যে যা ইচ্ছে তাই নিজেদের মতো করে করতে পারবেন। মিউজিয়াম এর মধ্যে অনুষ্ঠানটি করা হচ্ছে, সুতরাং কড়া নিরাপত্তা থাকলেও বিপদ ঘটতে কতক্ষণ? তাই অনুষ্ঠানে কেউ যাতে ধূমপান না করেন সেবিষয়টি’কে যথেষ্ট নজরে রাখা হয়।
যদিও নিয়মটি ভাঙতে দেখা গিয়েছিল আগেই বেলা হাদিদ সহ, জাকোটা জনসন এবং মার্ক জ্যাকবস।
৫। একবার সুযোগ প্রত্যাখ্যান করলে, দ্বিতীয়বার আর নয় সুযোগ:
কোনও সঠিক কারণ ছাড়াই আমন্ত্রিত কেউ অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে হয়তো তাঁকে দ্বিতীয় বার আর ‘মেট গালা’য় সুযোগ করে দেওয়া হবে না। এই নিয়ম সকলের জন্যই। কোনও বিখ্যাত সেলেব যদি একবার সুযোগ মিস করেন, তবে তাঁকে আর কখনোই ‘মেট গালা’র মতো বড় অনুষ্ঠানে আমন্ত্রিত হবার সুযোগ কমে যাবে।