ডুয়ার্সের ‘কালি ‘কে কি আপনি চেনেন? না চিনলে পড়ুন এই প্রতিবেদন
Do you know 'Kali' by Duars? If you don't know, read this report

The Truth Of Bengal : জলপাইগুড়ি : ডুয়ার্সের পর্যটন কেন্দ্র মূর্তি এলাকায় বেড়াতে এসেছেন কিন্তু ‘কালি ‘কে চেনেন না এমন পর্যটকের সংখ্যা খুবই কম। কালি হলো মূর্তি এলাকার একটি পোষ্য ঘোড়া। পর্যটকদের নিজের পিঠে চাপিয়ে মূর্তি নদীর পাড় ভ্রমণ করায় সে। তবে বিগত প্রায় দুমাস থেকে কালীর দেখা পাওয়া যাচ্ছিল না মূর্তি নদী সংলগ্ন এলাকায়। অনেকেই এসেছিলেন কালীর পিঠে চেপে ঘুরবেন এই আশায়। তবে কালি না থাকায় ফিরতে হয়েছিল তাদের।শেষমেষ প্রায় দুমাস পর ফের পর্যটকদের আনন্দ দিতে মূর্তিতে হাজির কালি।
জানা গেছে, গর্ভবতী হওয়ায় তাকে প্রায় দুমাস বিশ্রাম দেওয়া হয়েছিল। আর এই মুহূর্তে কালী এবং তার শাবক ‘ ঝুমকি ‘একসাথে ঘুরে বেড়াচ্ছে মূর্তি এলাকায়। তবে এই মুহূর্তে পর্যটকদের সংখ্যা অনেকটাই কম। সেই কারণে সওয়ারি পাচ্ছেন না তারা।কালী মাস দেড়েক আগে একটি সাদা ফুটফুটে মেয়ে ঘোড়ার জন্ম দেয়।বর্তমানে মূর্তিতে মেয়ে ঝুমকীকে নিয়েই কাজ করছে কালী।পর্যটকদের পিঠে ঘুরিয়ে মাঝে মাঝে মেয়ের কাছে গিয়ে দুধও খাওয়াচ্ছে কালী।ঘোড়ার মালিক কৃষ্ণা যাদব বলেন,গর্ভবতী থাকাকালীন কালীকে দিয়ে কোনো কাজ করানো হয় নি।এখন তার মেয়ের বয়স ৪১ দিন।নাম রাখা হয়েছে ‘ ঝুমকি ‘।এখন কালী কাজ করছে।সাথে তার সন্তানকেও রাখা হয়।ঝুমকীকে মায়ের দুধ খাওয়ানোর পাশাপাশি মাঝেমধ্যে ঘাসও দেওয়া হচ্ছে।বর্তমানে ‘ ঝুমকি ‘ কে দেখার জন্য মূর্তিতে মানুষের ভিড়ও হচ্ছে।অনেকে ছবিও তুলছেন।