আগামী ৩দিন দেশের ১৩টি রাজ্যে জারি তাপপ্রবাহের লাল সতর্কতা
Red warning of heat wave issued in 13 states of the country for the next 3 days

The Truth of Bengal: আগামী ৩দিন দেশের ১৩টি রাজ্যে জারি তাপপ্রবাহের লাল সতর্কতা। বিহার-ঝাড়খণ্ড-উত্তরপ্রদেশের মতোই অস্বস্তিকর আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গেও। জানিয়েছে মৌসম ভবন। দুই বর্ধমান,দুই মেদিনীপুর,পুরুলিয়া,ঝাড়গ্রাম,বাঁকুড়া,বীরভূম,মুর্শিদাবাদের মতো ৮জেলায় তাপপ্রবাহ জারি থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, গরমের মাঝেই রবিবার বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়।
বৈশাখের মাঝে তাপমাত্রার পারদ মাত্রা ছাড়াচ্ছে। চালিয়ে ব্যাটিং করছে গরম। হিটওয়েভের জেরে বাড়ছে হিথস্ট্রোকের সম্ভাবনা।তাই চিকিত্সকরা বারবার সাবধানে চলাফেরা করার জন্য পরামর্শ দিচ্ছেন। মাথায় ছাতা আর গলাভেজাতে ডাব বা গ্লুকোজ,ওয়ারেস খাওয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু আপাতত তাপমাত্রা ৪০ডিগ্রির নীচে যে নামবে না তা আবহাওয়ার মেজাজ বলে দিচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন দিন দেশের ১৩টি রাজ্যে তাপপ্রবাহ চলবে। জারি করা হয়েছে লাল সতর্কতাও। উত্তরপ্রদেশের পূর্ব প্রান্তের মতোই বিহার,ঝাড়খণ্ডেও তাপপ্রবাহের ঝাঁজ বাড়বে বলে জানানো হয়েছে।একইসঙ্গে গুজরাটের কচ্ছ বা গোয়া,তামিলনাড়ুর মতোই বঙ্গেও দাবদাহের জ্বালা ভোগ করতে হবে এই রাজ্যের বাসিন্দাদের। পশ্চিমবঙ্গের দুই বর্ধমান,পুরুলিয়া,ঝাড়গ্রাম,বাঁকুড়া,বীরভূম,মুর্শিদাবাদ সহ ৮জেলায় এই চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
৪-৫ দিন গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণ দিনাজপুর এবং মালদা— উত্তরের এই দুই জেলায় তাপপ্রবাহ চলতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও গরম আবহাওয়া থাকবে। চাতকের মতো যাঁরা স্বস্তির বৃষ্টির অপেক্ষায় রয়েছেন,তাঁদের জন্য আলিপুর আবহাওয়া দফতর সুখবর দিয়েছে। জানানো হয়েছে বৈশাখ মাসের প্রায় শেষের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। চলতে পারে টানা তিন দিন। যার জেরে দক্ষিণবঙ্গে কমতে পারে তাপমাত্রা। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। এরপর সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ রাজ্যের কিছু অংশে।