খেলা

টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

T20 World Cup team announcement

The Truth Of Bengal :  অবশেষে ঘোষিত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের দল । ২ রা জুন থেকে শুরু হতে চলা এই বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে ১৫ জনের যে দল ঘোষণা করা হলো সেই দলের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা। যদিও আগে বিসিসিআই সভাপতি জয় শা জানিয়েছিলেন রোহিতের নেতৃত্বেই খেলবে গোটা দল। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের হতে চলেছে এই প্রতিযোগিতা ১৫ জনের দলে রয়েছেন বিরাট কোহলি , বুমরার মত খেলোয়াড়রা এবং দীর্ঘ কয়েক মাস পর ফেরার রিষভ পন্থ তিনিও রয়েছেন এই দলের এছাড়াও থাকছেন যশস্বী জয়সওয়াল , সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, আরশদীপ সিংহ , মহম্মদ সিরাজ। রিজার্ভ হিসেবে থাকছেন শুভমন গিল, রিঙ্কু সিংহ, খলিল আহমেদ, আবেশ খান।

বিসিসিআই তরফ থেকে আগেই জানানো হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইপিএলের পারফরম্যান্স কে বিচার করা হবে সেই পারফরম্যান্স দেখেই স্কোয়ার্ড ঘোষিত হবে। দল নির্বাচনের আগে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আলোচনা করার জন্য দিল্লিতে পৌঁছেছিলেন অজিত আগরকর । সবদিক বিবেচনা করে দল ঘোষণা করা হয়েছে এই দলে পরিবর্তন করার সময়সীমা রয়েছে।

 

 

Related Articles