রাজ্যের খবর

মনোনয়ন বাতিল হওয়ায় এবার দেবাশিস ধরের মামলা গৃহীত সুপ্রিম কোর্টে

Due to the cancellation of the nomination, this time the case of Debashis was taken up in the Supreme Court

The Truth of Bengal: মনোনয়ন বাতিল হওয়ায় এবার দেবাশিস ধরের মামলা গৃহীত সুপ্রিম কোর্টে। বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপি প্রার্থী করে দেবাশিস ধরকে। নাম ঘোষণার পর থেকে তিনি প্রচার করতে থাকেন। এমন অবস্থায় গত ২৫ এপ্রিল বীরভূম কেন্দ্রে বিজেপির হয়ে দেবতনু ভট্টাচার্য নামে অন্য এক বিজেপি নেতা মনোনয়ন জমা দেন।

বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর আগেই মনোনয়ন দিয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচি গুলি-কাণ্ডের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। কর্মসূত্রে এর আগে তিনি সিউড়ি ও বোলপুরে ছিলেন। সেই সূত্রে তাঁকে এখানে প্রার্থী করেছিল বিজেপি। এখন তিনি লড়তে পারছেন না বীরভূমে। কারণ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি যে হলফনামা জমা দেন তাতে রাজ্য সরকারের ছাড়পত্র জমা দিতে পারেননি। তাই বাতিল হয় তাঁর মনোনয়ন।

মনোনয়ন পত্রের সঙ্গে ‘নো ডিউজ’ সার্টিফিকেট দিতে পারেননি দেবাশিস ধর। সেই জন্য তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। এরপর হাই কোর্টে গিয়েছিলেন দেবাশিস ধর। কিন্তু, হাই কোর্টে তাঁর মামলা শুনতে চায়নি। এরপর দেবাশিস ধর সুপ্রিম কোর্টে যান। সেখানে তাঁর মামলা গৃহীত হয়। এই মামলা শুনবে সুপ্রিম কোর্ট।

Related Articles