দেশ

চিকিৎসার সময় কনুইয়ের নীচে কোনও অলঙ্কার নয়, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য নির্দেশিকা

No Ornaments Below Elbow During Treatment Guidelines for Doctors, Nurses, Health Workers

The Truth of Bengal: এবার থেকে কনুইয়ের নীচে কোনও অলঙ্কার পরে আর চিকিৎসা করতে পারবেন না চিকিৎসকরা। পরা যাবে না ঘড়ি। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মানতে হবে এই নির্দেশ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হাসপাতালের সুপার ও ডিরেক্টরকে এমনই নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণ এড়ানোর জন্য রীগীর স্বার্থে এমন পদক্ষেপ করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে কর্তব্যরত অবস্থায় কনুইয়ের নীচে কোনও অলঙ্কার পরতে পারবেন না চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা। কারণ চুড়ি, ব্রেসলেট, আংটি, ঘড়ি, মোবাইল ফোন থেকে সংক্রমণের ঝুঁকি বাড়ে। ICU, HDU, অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই নির্দেশ কড়া ভাবে মানতে বলা হয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, অনেক সময় রোগী সেরে ওঠার পরও সংক্রমিত হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হয়। সেক্ষেত্রে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করা চুড়ি, ব্রেসলেট, আংটি, ঘড়ি, মোবাইল ফোন থেকে সংক্রমণ ছড়াতে পারে। তাই এই সতর্কতা।

Related Articles