
The Truth of Bangla : গল্প শুরু হয় ট্রেনের মধ্যে, নিজের পরিবার থেকে দুই কনের আলাদা হয়ে যাওয়া গল্প নিয়ে তৈরি ‘লাপাতা লেডিস’। স্ত্রী’দের খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই স্বামী। প্রথমেই ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও। একজনের ছবিই নেই, অন্যজনের মাথায় লম্বা ঘোমটা। তারপরও দুই নববধূর সন্ধানে নামে পুলিশ। অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কনে। এভাবেই এগিয়েছে আমির খান ও কিরণ রাওয়ের পরিচালিত দ্বিতীয় ছবি ‘লাপাতা লেডিস’-এর গল্প। এবার এই পুরো টিমকে দেখা গেল আড্ডায় মশগুল আর সঞ্চালনায় ছিলেন স্টোরি টেলার নিলেশ মিশ্রা। এক অন্য মেজাজে দেখা গিয়েছে সকলকেই। এই গল্প মহিলাদের স্বপ্নপুরনের কথা বলে, নিজের ইচ্ছে বাস্তব রুপ দেওয়ার কথা বলে এবং এই অনুভূতি তুলে ধরলেন অভিনেতা রবি কিশান।
এই ছবি সম্পর্কে বলতে গিয়ে আমির খান কিন্তু বেশ প্রাণোচ্ছল ছিলেন, দেখা গেল তাঁর কণ্ঠে উন্মাদনা। লাপাতা লেডিজ ছবিতে অভিনয় করেছেন নবাগত স্পর্শ, তাঁর সঙ্গে আমির খানের প্রথম আলাপচারিতার গল্পও বলেন তিনি।