সাংহাইয়ে সোনার ঝলকানি অব্যাহত, কোরিয়াকে হারল পুরুষদের রিকার্ভ দল
Gold continues to flash in Shanghai

The Truth of Bengal : শনিবার সাংহাই থেকে সোনা জয়ের খবর এসেছিল দেশে । ভারতীয় তীরন্দাজরা এই খবরের সঙ্গে সঙ্গে যেন দাবদাহে পোড়া দেশে একটু অক্সিজেন যোগান দিয়েছে। রবিবার ও এলো সেই সুখবর। সুপার সানডেতে সুপার ধামাকা। জয়ের ধারা অব্যাহত ভারতীয় তীরন্দাজদের। এবার সেই সাংহাইয়ে তিরন্দাজি বিশ্বকাপে পুরুষদের রিকার্ভ দল জিতল সোনা । এই লড়াইয়ে ভারতীয় টিম মুখোমুখি হয়েছিল শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে । হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ী হয় ভারতীয় টিম। ধীরাজ বম্মাদেভারা , তরুণদীপ রায় এবং প্রবীণ যাদবের ভারতীয় রিকার্ভ দল বিশ্বকাপে জয় নিশ্চিত করে। ভারতীয়দের পক্ষে ফলাফল দাঁড়ায় ৫৭- ৫৭, ৫৭ -৫৫ ,৫৫- ৫৩। এই নিয়ে মোট পাঁচটি সোনা জয় ভারতের। সাংহাইয়ে দেশের মুখ উজ্জ্বল করলো ভারত। বিদেশের মাটিতে সোনার ঝলকানি অব্যাহত ভারতের ।
শনিবার তীরন্দাজি বিশ্বকাপের কম্পাউন্ড টিম ইভেন্টে সোনা জয়ের নজির গড়ল জ্যোতি সুরেখা ভেন্নাম , অদিতি স্বামি , পরনিত কৌর। ভারতের ক্ষেত্রে এদিন স্কোর দাঁড়িয়েছিল ২৩৬ -২২৫ । অলিম্পিকস এর আগে সুখবর দেশের জন্য ।
২০২৩ সালের হানঝৌ গেমসে ছয়টি সোনা পেয়েছিল ভারত। এবার ফের তীরন্দাজিতে সোনা এলো। অলিম্পিক্সের আগে গোটা দেশের জন্য এটা সুখবর