মুক্তির আগে কলকাতায় রুসলান-এর জোর প্রচার, প্রচারে এসে কী রহস্য ফাঁস করলেন আয়ুষ শর্মা ? জেনে নিন
Before the release of Ruslan in Kolkata, what secret did Aayush Sharma expose? find out

The Truth Of Bengal : শুক্রবার মুক্তি পেয়েছে রুসলান। তার আগে চলতি সপ্তাহে ছবির প্রচারে কলকাতায় ঘুরে গেলেন ছবির নায়ক আয়ুষ শর্মা ও নায়িকা সুশ্রী শর্মা। এর আগে নিজের প্রথম ছবি ‘লভযাত্রী’র সময় কলকাতায় এসেছিলেন আয়ুষ। ছবির প্রচারে এসে শহরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই অভিজ্ঞতা থেকে রুসলান নিয়ে অনেককিছুই জানালেন অভিনেতা। এই প্রথমবার বলিউড ভাইজান সলমন খানের ছত্রছায়ার বাইরে বেরিয়ে ছবি করলেন আয়ুষ শর্মা। ২০১৮ সালে সলমন খানের হাত ধরে লভযাত্রী ছবিতে বড় পর্দায় অভিষেক হয় আয়ুষের। তখন কলকাতায় ছবির প্রচারে এসে কালীঘাটে পুজো দেন তিনি। এবার ‘রুসলান’-এর প্রচারে ফের শহরে এলেন তিনি।
এই প্রথমবার নয়, ছবির কাজে এর আগে কলকাতায় এলেও এই শহরে নিজের অপূর্ণ ইচ্ছের কথা সাংবাদিকদের সঙ্গে শেয়ার করলেন তিনি। সেটা হল, কলকাতায় রাস্তায় ঘুরে ঘুরে ছবি তোলা। তবে এখন আর তা সম্ভব নয় কঠোর নিরাপত্তার কারণে। তাই এবারও সেই আক্ষেপ রয়ে গেল তাঁর। অন্যদিকে, এই ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করছেন মডেলটার্ন অভিনেত্রী সুশ্রী শর্মা। প্রথম হলেও ছবির শ্যুটিংয়ে ছবির অন্যান্য অভিনেতাদের কাছ থেকে যথেষ্ট সাহায্য পেয়েছেন বলে জানালেন সুশ্রী। পাশাপাশি ছবির প্রচারে প্রথমবার কলকাতায় এসে বেশ উচ্ছ্বসিত তিনি।
এদিন কালো আউটফিটে ক্যামেরায় ধরা দিয়েছেন আয়ুষ এবং অন্যদিকে সুশ্রীর পরনে ছিল দুধ সাদা রঙের পোশাক। বিউটি পেজেন্ট থেকে সেরার পুরস্কার জিতে এবার রুসলানের হাত ধরে অভিনয় জগতে পা রাখতে চলেছেন সুশ্রী শর্মা। অন্যদিকে ভাইজান সলমন খানের ছত্রছায়া থেকে বেড়িয়ে প্রথমবার অভিনয় করতে চলেছেন আয়ুষ শর্মা। তাই, বলিউডের মাটিতে পা জমাতে রুসলান ছবিটি যে দুজনের কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে তা বলাইবাহুল্য।