মসনদের লড়াইরাজনীতিরাজ্যের খবর
Trending

“সাহস থাকলে পদত্যাগ করুন” প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালে়ঞ্জ মমতার

Mamata Banerjee At Asansole

Truth Of Bengal:  শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করেন মমতা। শনিবার আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কুলটিতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই সভায় অভিযোগ করেন,প্রতিদিন মিথ্যা কথা বলে প্রচার করছে  বিজেপি।  এনআরসি করে মানুষকে হঠানোর চক্রান্ত করছে।ওরা শুধু বাংলার বদনাম করে। দেশকে ভাগ করতে চায়। বিজেপি জুমলাবাজ পার্টি। প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলে তোপ দাগেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  মোদী বলেছেন, বাংলায় তৃণমূলের জন্য উন্নয়ন থেমে গিয়েছে।মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে সেই অভিযোগ খারিজ করেন।দাবি করেন.  ভারতের জিডিপি ৮.৮৭ শতাংশ। বাংলার জিডিপি ১১.৮৪ শতাংশ। আপনি সবার আগে পদত্যাগ করুন, তার পর এইসব কথা বলুন। দিল্লিতে মিথ্যাচার আর জুমলারাজ হঠানোর ডাকও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles