কলকাতা

প্রথম এক ঘন্টায় কমিশনে ৬০টি অভিযোগ তৃণমূলের

In the first hour, the Commission received 60 complaints from the Trinamool

The Truth of Bengal: সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে। বালুরঘাট, রায়গঞ্জ ও দার্জিলিং লোকসভা কেন্দ্রে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন সেখানকার ভোটাররা। সকাল থেকেই বালুরঘাট লোকসভা কেন্দ্রের একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বাড়াবাড়ি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে ৬০ টি অভিযোগ জমা করেছে। এর অধিকাংশই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। একাধিক বুথে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ভোটারদের বাধা দান করেছে বলে অভিযোগ তৃণমূলের। মহিলাদের উত্ত্যক্ত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

মহিলা ভোটারদের উত্যক্ত করার অভিযোগ

দ্বিতীয় দফার ভোটে রায়গঞ্জ লোকসভা এলাকার একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মহিলা ভোটারদের উত্যক্ত করার ঘটনা ঘটেছে রায়গঞ্জ লোকসভার গোয়ালপোখরের গোয়াগন ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বুথে। ২১৩ নম্বর বুথে এই অভিযোগ উঠেছে। মহিলারা সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় কর্তব্যরত জওয়ানদের অনেকেই তাদের উত্যক্ত করে বলে অভিযোগ। সাময়িক উত্তেজনা ছড়ায় ওই বুথে। কমিশনের অভিযোগ জানায় তৃণমূল।

পরে কমিশনের পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বালুরঘাট লোকসভা কেন্দ্রের হরিরামপুরের মহাবাড়ি বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ ১৯৪ নম্বর বুথে সিআরপিএফ জওয়ানরা ভোটারদের বিভিন্নভাবে বাধা দান করে। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর এই আচরণের ফলে অনেক ভোটার বুথ থেকে ফিরে গিয়েছেন।বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর বুথেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের।

এই বুথে ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনী আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ভোটগ্রহণ। প্রথম এক ঘন্টায় এরকমই একাধিক অভিযোগ কমিশনে জমা পড়েছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই ৬০টি অভিযোগ জমা পড়েছে। কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত জানিয়েছেন সকাল থেকে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করছে। ভোটারদের উপর হামলা আক্রমণ চালাচ্ছে। কমিশন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক।

Related Articles