IPL 2024

আইপিএলের এক ইনিংসে সর্বাধিক রান কার? কেই বা আছেন দ্বিতীয় স্থানে? জানুন….

Who has the most runs in an innings of IPL? Who is in second place? Know...

The Truth Of Bengal : ২০০৮ সালে শুরু হয় আইপিএল। প্রথম বছরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্র্যান্ডন ম্যাকালাম অপরাজিত ১৫৮ রানের ঝড় ইনিংস খেলেন। সেই যে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত রানের বন্যা বয়ে যাচ্ছে। একের পর এক রেকর্ড করছেন ব্যাটসম্যান’রা। টি২০ হচ্ছে ব্যাটসম্যান’দের স্কোর করার জায়গায়। মাত্র ১২০ বলের খেলায় ব্যাটসম্যান’রা চায় যত বেশি সম্ভব রান করতে। আইপিএল এর ব্যাতিক্রম নয়। বলা যায় আইপিএল টি২০ ক্রিকেটকে নতুন দিশা দিয়েছে। জানেন কি আইপিএলে এক ইনিংসে সর্বাধিক রানের তালিকায় সেরা ১০-এ কারা আছেন?

১) ক্রিস গেইল পুনে ওয়ারিয়রস ইন্ডিয়ার বিরুদ্ধে ২০১৩ সালে অপরাজিত ১৭৫ রান

২)  ব্র্যান্ডন ম্যাকালাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০০৮ সালে অপরাজিত ১৫৮ রান

৩) ডি কক কলকাতা নাইট রাইডার্স’র বিরুদ্ধে ২০২২ সালে  অপরাজিত ১৪০ রান

৪) এবি ডি ভিলিয়ার্স মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০১৫ সালে অপরাজিত ১৩৩ রান

৫) লোকেশ রাহুল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০২০ সালে অপরাজিত ১৩২ রান

৬) এবি ডি ভিলিয়ার্স গুজরাট লায়ওন্সের বিরুদ্ধে ২০১৬ সালে অপরাজিত ১২৯ রান

৭) শুভমন গিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০২৩ সালে ১২৯ রান

8) ক্রিস গেইল দিল্লি ডেয়ারডেভিলস’র বিরুদ্ধে ২০১২ সালে অপরাজিত ১২৮ রান

৯) ঋষভ পন্থ সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে  ২০১৮ সালে অপরাজিত ১২৮ রান

১০)  মুরুলী বিজয় রাজস্থান রয়্যালস’র বিরুদ্ধে ২০১০ সালে ১২৭ রান

Related Articles