দেশ

লোগোর অপব্যবহার করে প্রতারণা মূলক বিজ্ঞাপন, গ্রাহকদের সতর্ক করল বিমা সংস্থাটি

False advertisement about LIC! Company warned customers

The Truth of Bengal: এলআইসি নিয়ে ভুয়ো বিজ্ঞাপন। ভুয়ো বিজ্ঞাপন নিয়ে সতর্ক করল এলআইসি। সোশ্যাল সাইটে এলআইসি কোম্পানির ব্র্যান্ড এবং লোগোর অপব্যবহার করে প্রতারণা মূলক বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে বলে অভিযোগ এলআইসির। এমনকি বিশ্বাসযোগ্যতা বাড়াতে  বিজ্ঞাপনে সংস্থার কর্তাদের ছবিও ব্যবহার করা হচ্ছে। এই প্রতারণামূলক বিজ্ঞাপনগুলি নিয়েই এবার সতর্কবার্তা দিল এলআইসি। সোশ্যাল সাইটে পোস্ট করে এলআইসি তাদের গ্রাহক ও জনসাধারণকে সতর্ক করল।

বুধবার  নিজেদের ‘এক্স’ হ্যান্ডলে এলআইসি তাদের গ্রাহক এবং জনসাধারণকে সতর্ক থাকতে বলেছে বিমা সংস্থাটি। এক্স প্ল্যাটফর্মেই জানানো হয়, এই ধরনের কোনও বিজ্ঞাপন নজরে এলে সোশাল মিডিয়ায় তার যে লিঙ্ক রয়েছে তা সংস্থার অফিসিয়াল সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে রিপোর্ট করতে বলে এদিন সতর্ক করেছে এলআইসি। পাশাপাশি এই বিমা সংস্থার তরফে বিভ্রান্তিকর ও ভুয়ো বিজ্ঞাপনে না পড়ার কথা যেমন বলা হয়েছে পাশাপাশি তারা আইনি ভাবে ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, জীবন বিমা কর্পোরেশন বা এলআইসি-তে এক লাখেরও বেশি কর্মচারী রয়েছে। এছাড়া ১৩ লক্ষ এজেন্ট রয়েছে। ভারতের সমস্ত সংস্থার বিমা এজেন্টের ৫৫ শতাংশ। তবে ভবিষ্যত সুরক্ষিত করা ও সঞ্চয়ের কথা ভাবলেই দেশের একটা বড় অংশের মানুষের মনেই আসে জীবনবিমার কথা। বহু বছর ধরে সাধারণ মানুষের আশা-ভরসা হয়ে উঠেছে এই এলআইসি।

Related Articles