রাজ্যের খবর

রাতের অন্ধকারে পোস্ট অফিসে চুরি , ওলট-পালট সমস্ত দরকারি নথি

Post office theft in the dark of night, all the important documents have been tampered with

The Truth Of Bengal : রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সিসিটিভির নিরাপত্তা কে উপেক্ষা করে দুঃসাহসিক চুরি বনগাঁ পোস্ট অফিসে।
গোটা পোস্ট অফিস ভাঙচুর থেকে শুরু করে ওলট পালট একাধিক জরুরী নথি পত্র। সকালে পোস্ট অফিসের কর্মচারীরা পোস্ট অফিস খুলতে এই ঘটনা চোখে পড়ে।

ছড়িয়ে ছিটেয়ে পড়ে আছে পোস্ট অফিসে ব্যবহৃত একাধিক সরঞ্জাম থেকে শুরু করে নথিপত্র। তবে টাকা চুরি হয়েছে কিনা তার সঠিকভাবে বলতে পারছে না পোস্ট অফিসের কর্মচারীরা। ঘটনাটি ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে । তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।

Related Articles