বালাকোটে পাকিস্তানি বায়ুসেনার বলপূর্বক প্রবেশ নিয়ে চাঞ্চল্যকর দাবী প্রাক্তন চিফ এয়ার মার্শাল তথা বিজেপি নেতার
Ex-Chief Air Marshal and BJP leader's sensational claim about the forcible entry of the Pakistani Air Force into Balakot

The Truth Of Bengal : ভোটের মাঝে আবার বালাকোটের ভাবাবেগ উস্কে দেওয়ার চেষ্টা বিজেপির।এবার প্রাক্তন বায়ুসেনা প্রধানও ভারতীয় জনতা পার্টির নেতা এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া দাবি করলেন,বিজেপি সরকার সন্ত্রাস দমনে কড়া ব্যবস্থা নিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব পাক জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়।একইসঙ্গে ফতেপুর সিক্রিতে দাঁড়িয়ে বিজেপির বর্তমান নেতা দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে,যা অতীতে সেভাবে কখনও হয়নি।যার জন্য ভারতীয় সেনারা প্রকৃত সীমান্ত রেখা পেরিয়ে পাকিস্তানের ঘাঁটিতে গিয়ে অভিযান চালায়।তাঁর আরও দাবি, ভারত বিরোধী সন্ত্রাসবাদীরা পাকিস্তানে ডেরা গেড়ে থাকে।
#WATCH | Fatehpur Sikri, UP: BJP leader and former IAF chief, Air Chief Marshal RKS Bhadauria (Retd.), says, “When BJP came to power, PM Modi made a clear policy of zero tolerance against terrorism. When a terror incident occurred and perpetrators hid across the border, a… pic.twitter.com/orXdtHZlt0
— ANI (@ANI) April 22, 2024
তাই সেখানে জওয়ানদের এই ধরণের দুঃসাহসীও ঝুঁকিপূর্ণ অভিযান চালাতে হয়। যখন ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়ঙ্কর হামলা হয় তখনও ভারতীয় জওয়ানরা তার যোগ্য জবাব দিয়েছিলেন।এমনকি মাটির নীচের লঞ্চপ্যাডেও বিদেশী সন্ত্রাসবাদীদের স্পর্ধা গুঁড়িয়ে দিতে ভারতীয় জওয়ানরা যে কুণ্ঠা করে না সেই বার্তাও তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। বালাকোটে পাকিস্তানের বায়ুসেনাও সামরিক বাহিনীর চক্রব্যুহ ভেদ করে ঢোকে ভারতীয় জওয়ানরা।যদিও তাতে ভারতের কোনও ক্ষতি হয়নি। আর বালাকোট অপারেশন এতটাই সফল হয়েছিল পাক জঙ্গি দমনে,যারজন্য তারপর থেকে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপের আর সাহস দেখাতে পারেনি পাকিস্তান।
আগামীদিনে পাকিস্তান বা কোনও শত্রু দেশ যদি কোনও সন্ত্রাসবাদী আক্রমণ শানায় তাহলে তাদের যে রেয়াত করা হবে না কোনওভাবেই সেই রাফ অ্যান্ড টাফ ম্যাসেজ ভারত স্পষ্ট করেছে বলে দাবি করেন প্রাক্তন বায়ুসেনার প্রধান আরকেএস ভাদুরিয়া। পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সন্ত্রাসবাদের মুখের মতো জবাব দেওয়ার এই ভারতীয় নীতি জাতীয় স্বার্থে বড় প্রয়োজন ছিল বলেও তিনি মন্তব্য করেছেন।তাই ভারত পাকিস্তানকে চোখে চোখ রেখে এই যে চ্যালেঞ্জ জানানোর সাহস দেখাচ্ছে তা বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্ভব হচ্ছে বলে মনে করছেন বিজেপির এই নেতা।যিনি একসময় ভারতীয় বায়ুসেনার শীর্ষ পদে ছিলেন।