দেশ
Trending

২ বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য বড় সিদ্ধান্ত বিমান কর্তৃপক্ষের, জানুন ডিজিসিএর পদক্ষেপ?

Major decisions for children above 2 years are made by aviation authorities

The Truth Of Bengal: বিমানে চড়া হল আরও সহজ। এবার থেকে ২ বছরের ঊর্ধ্বে যাদের বয়েস তাদের জন্য বিমানে থাকবে আলাদা করে সিটে বসার সুবিধা। পরিবারের সঙ্গে তারাও আলাদা সিটে বসে ভ্রমণ করতে পারবেন। এমনই সিদ্ধান্ত নিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশেন।

এবার থেকে বিমানে যেতে গেলে ২ বছরের ঊর্ধ্বে থাকা বাচ্চাদের আলাদা সিটে বসার নির্দেশ দেওয়া হল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশেনের পক্ষ থেকে। ২ বছর বয়সের ঊর্ধ্বে যে সমস্ত ছোটরা বিমান যাত্রা করবে তারা এবার থেকে পরিবারের সঙ্গে গেলেও আলাদা সিটে বসার সুবিধা পাবে। তাদের জন্য ডিজিসিএ এর পক্ষ থেকে জানানো হিয়েছে বিমান সিটের খরচে কিছু ছাড় দেওয়া হবে শিশুদের জন্য। এই বিষয়ে ইতিমধ্যেই প্রত্যেক বিমান সংস্থাকে নোটিশ পাঠানো হয়েছে ডিজিসিএ এর পক্ষ থেকে। এর ফলে বিমানে যে সমস্ত শিশুরা ভ্রমণ করবে তারা স্বস্তি পাবে ভেবেই এই সিদ্ধান্তও গ্রহণ করেছে ডিজিসিএ। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে ডিজিসিএ। এমনকি যে সমস্ত পরিবারেরা বিমান খরচা সামলাতে পারেনা তাদের কথা বিবেচনা করেও ডিজিসিএ শিশুদের সিটের খরচা কম রাখার কথা বিবেচনা করেছে। আসলে ইদানিংকালে বিমানে যাত্রীদের ভ্রমণ আগের চাইতে বেড়েছে বহুগুণ। এই বেশি সংখ্যক যাত্রী সংখ্যার মধ্যে একটা বড় অংশ রয়েছে শিশুদেরও। যাতে শিশুরাও বিমান যাত্রায় আরাম পায়, কোনও রকম অস্বস্তি ফিল না করে সেই জন্যই এই অভিনব সিদ্ধান্ত ডিজিসিএ এর।

Related Articles