“বামেদের ভরসা মমতা ব্যানার্জি!”- লাভলীর সঙ্গে প্রচারে বেরিয়ে বললেন সায়নী!

The Truth Of Bengal: লোকসভা ভোটে বঙ্গ বিজেপি-তৃণমূল-বামফ্রন্ট ও কংগ্রেস, একে অপরের সঙ্গে লড়াই করলেও হাড্ডা হাড্ডি ম্যাচ চলবে দুই ফুলের মধ্যে। কারণ লোকসভা ভোটে বিজেপি বাংলাকে পাখির চোখে দেখছেন। আর সেখানেই ভোটের মরসুমে বরাবরই সায়ণী নিজের এক ইঞ্চি যায়গা ছাড়তে প্রস্তুত নন। “পার্লামেন্টে টেবিল বাজিয়ে শোনাব আপনাদের দাবি!”- কিছুদিন আগেই লাভলীর কেন্দ্র থেকে প্রচারে বলেছিলেন সায়নী। আর এবার সেই সায়নী’কেই বলতে শোনা গেল যে, “মমতা ব্যানার্জি বামেদেরও ভরসা!”
রাজপুর সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এদিন একথা বলেই সরাসরি সিপিআইএম’কে আক্রমণ করলেন। রাজপুর, সোনারপুর পৌরসভার একমাত্র ওয়ার্ড যা দীর্ঘদিন ধরেই বামেদের দখলে। সেই ওয়ার্ডে সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক আরেক অভিনেত্রী লাভলি মৈত্র কে নিয়ে নির্বাচনী প্রচার সারেন সায়নী।
প্রচার শেষে তিনি বলেন, “এরাজ্যে বামেদের ঘাঁটি বলে কিছু নেই। শীত গ্রীষ্ম বর্ষা সবারই মমতা ব্যানার্জি ভরসা। কংগ্রেস, সিপিএম, এমনকি বিজেপিরও ভরসা মমতা ব্যানার্জি।” এদিনের প্রচার শেষে সোনারপুর দক্ষিণ বিধানসভার সাংগঠনিক বৈঠকে যোগদান করেন তিনি।