বুথে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে !
BJP was accused of setting fire to the booth

The truth of Bengal: কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচনী বুথে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির ওপর । তৃণমূলের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। তুফানগঞ্জ দু’নম্বর ব্লকের বারকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটে।
তৃণমূলের অভিযোগ, বিজেপির পায়ের তলার মাটি হারিয়েছে আর তাই সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। এই নিয়ে কমিশন পদক্ষেপ গ্রহণ করুক দাবী তৃণমূলের।বারকোদালি গ্রাম পঞ্চায়েতে ২২৬ এবং ২২৭ নম্বর বুথে ভোটার দের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।
.@BJP4India has turned the festival of democracy into the MURDER of democracy.
Our BLAs were viciously attacked by BJP goons in booth 226 and 227 of Barokodali GP, Alipurduar. Central Forces stood idly by and watched them unleash violence.
We have been attracting @ECISVEEP‘s…
— All India Trinamool Congress (@AITCofficial) April 19, 2024