লক্ষ্য করুণ, আমির খানের পর কিভাবে রণবীর সিংয়ের বিকৃত ভিডিয়ো নেটদুনিয়ায় ঝড় তুলেছে, যেখানে রাজনৈতিক দলকে সমর্থনের কথা বলা হচ্ছে!
after aamir khan ranveer singhs ai video endorsing political party goes viral

The Truth of Bengal: দুয়ারে লোকসভা ভোট।আর এই ভোটের বাজারে নেমে পড়েছে ডিপফেকের কারবারীরা। প্রযুক্তির কারচুপি করে দেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চলছে।ফেকভিডিয়োর পর এবার ডিপফেক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গণতান্ত্রিক নির্বাচনের আবহে। যেখানে ডিপফেকের মাধ্যমে রাজনৈতিক দলগুলো নিপুণভাবে প্রচারকে প্রভাবিত করছে।সাম্প্রতিক সময়ে একটি ভাইরাল ভিডিয়ো আলোড়ন ফেলে।বলিউডের জেন্টলম্যান ইমেজ নিয়ে থাকা অমির খানকে দেখা যায়,কংগ্রেসকে ভোটদানের আবেদন জানাতে।যদিও আমির খান নিজে সেকথা অস্বীকার করেন।বলেন,এই ধরণের ভিডিয়োর মাধ্যমে তিনি কোনও ভোটদানের আবেদন করেননি। এবার আমিরের মতোই রণবীর সিংকেও দেখা গেল বারানসীতে দাঁড়িয়ে ভোট দেওয়ার কথা বলতে।এই ডিপফেকের কারিকুরিতে দেখা যাচ্ছে,বারাণসীর মতো আধ্যাত্মিক ভূমিতে দাঁড়িয়ে রণবীর সিং শহরের নানা অভিজ্ঞতা ব্যাখা করছেন।
মূলতঃ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের সমালোচনার কথা শোনা যায় রণবীরের কণ্ঠে। কেন বেকারত্ব বাড়ছে, কেন মানুষের কষ্ট বেড়েছে তা নিয়ে ভিডিয়োয় তুলে ধরেছেন রণবীর। এই ভোট প্রচারের উদ্দেশ্যে তৈরি করা বিকৃত ভিডিয়োয় দেখা যাচ্ছে,রণবীর সিং মানুষকে বোঝানোর চেষ্টা করছেন,কেন বিজেপিকে সমর্থন করা উচিত নয়,কেন কংগ্রেসকে সমর্থন করা দরকার। ভোট ফর কংগ্রেসের সেই ক্যাম্পেন নিয়ে বিতর্ক বাঁধে।এরপরই রণবীর সিং স্পষ্ট জানান,তিনি এভাবে কোনও প্রচার করেননি।পুরোটাই বানানো বলে বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।কেন এই ভিডিয়ো- নকল তাও স্পষ্ট হয়েছে। প্রথমতঃ রণবীরের লিপের সঙ্গে অডিয়ো মিলছে না। দ্বিতীয়তঃ যেসব ফুটেজ ব্যবহার হয়েছে তা কাশীর থেকে নেওয়া হয়েছে।আসল ভিডিয়োয় যেখানে দেখা যায়,রণবীর নরেন্দ্র মোদির দরাজ প্রশংসা করছেন,শহরকে আলাদা রূপ দেওয়ার জন্য বা পুণরুজ্জীবনের জন্য সেখানে এই নকল ভিডিয়োয় উল্টোকথা বলা হয়েছে। উল্লেখ্য,বারানসীর মনীশ মালহোত্রার ফ্যাশন শোতে অংশ নেন রণবীর।সেখানে তিনি কীর্তি সানোনের সঙ্গে রণবীর র্যাম্পে হাঁটেন। নোমো ঘাটের সেই দৃশ্যকে কাজে লাগিয়ে প্রযুক্তির কারবারীরা জালিয়াতি করে বলে অভিযোগ। এই শোতে বোঝা যায়,উভয় অভিনেতাই বিশ্বনাথ মন্দিরে গিয়ে তাঁদের আধ্যাত্মিক ভাবনার মূর্ত প্রকাশ ঘটান।
বর্তমানে রণবীর যে ডিপফেকের কারচুপির শিকার একই শিকার হন আমির। ৫৯বছরের অভিনেতা তাই এই ডিপফেকের জন্য জেরবার হয়ে উঠেছেন। তিনি মুম্বইয়ের সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছেন। আমির খানের সত্যমেব জয়তের মতোই এআই কাজে লাগিয়ে কারচুপির ঝোঁকও বাড়ছে।যার জন্য সেলিব্রিটিরা বড় বিড়ম্বনায়।
Vote for न्याय
Vote for Congress pic.twitter.com/KmwGDcMImt— Sujata Paul – India First (Sujata Paul Maliah) (@SujataIndia1st) April 17, 2024
| Uttar Pradesh: Actor Ranveer Singh says, “I cannot express in words the experience that I have had today. Life long I have been a devotee of lord Shiva and I have come here for the first time…”#Kashi #RanveerSingh #ModiKiGuarantee #ModiKaParivaar #BJP4India pic.twitter.com/ZZKYXeAa1v
— Saurabh Pandey (Modi Ji Ka Parivar) (@saurabhpandebjp) April 15, 2024