কঙ্কালীতলায় রামনবমীর দিন হনুমান মন্দিরের উদ্বোধনে কাজল শেখ
Kajal Sheikh at the inauguration of the Hanuman temple on Ramnavami in Kankalitala

The Truth Of Bengal : ভোটের আবহে তৃণমূল কংগ্রেস বা বিজেপি, কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েনি। কিন্তু এ সবের মধ্যে সব জেলাকে ছাপিয়ে বুধবার বড় উদাহরণ তৈরি করল শান্তিনিকেতনের কঙ্কালীতলা। কঙ্কালীতলা এলাকায় সৌহার্দ্যের আবহে হিন্দু-মুসলিম একসঙ্গে রামনবমী পালন করলেন। কঙ্কালীতলা এলাকায় টিম মামন সেখের নেতৃত্বে রামনবমীর পুজোর আয়োজন করা হয়। সেখানে এদিন হনুমান মন্দিরের উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সঙ্গে ছিলেন উপ প্রধান মামন শেখ সহ অন্যান্যরা।
জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন,“আমরা এখানে পুজোর সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। এখানে জাতি-ধর্ম না দেখে এলাকার বাসিন্দারা সকলে মিলে পুজোতে অংশ নেয়। আমিও অংশগ্রহণ করলাম। খুব ভালো লাগলো।”
কঙ্কালীতলা এলাকার এক পুরোহিত জানায়, “আমরা প্রত্যেক বছর এখানে রামনবমী পালন করছি। কোনও অসুবিধা হয় নি। জাত-ধর্ম না দেখে সমাজের সকল শ্রেণির মানুষ অংশ নেয়।”