বুধের কৃপায় এই ৪ রাশির জীবনে আসতে চলেছে উন্নতি, জানুন আজকের রাশিফল
With the grace of Mercury, the life of these 4 signs is going to improve, know today's horoscope

The Truth of Bengal : রাশির প্রভাব আপনার জীবনে পড়েই, সে আপনার কর্মক্ষেত্র হোক কিংবা ব্যক্তিগত জীবন। রাশির ওপর গ্রহের সেই ভাবে প্রভাব পড়লে তাতে যেরকম আপনি সুনাম অর্জন করতে পারেন, ঠিক তেমনই কখনও আবার সবকিছুই জটিল হয়ে উঠতে পারে । তো জানুন কি আছে আজ আপনার কপালে , জানুন আজকের রাশিফল।
১। মেষ রাশি
খুশিতে ভরা ভালো দিন। কোনও কাজেই ভুল হতে দেবে না। মহিলারা শীঘ্র বাড়ির কাজে স্বস্তি পাবেন। সামাজিক স্তরে যে ভাবে নিজের পরিসর বৃদ্ধি করছেন, তার দ্বারা জনপ্রিয়তা লাভ করবেন।
২। বৃষ রাশি
দাম্পত্য জীবনে ভালো সামঞ্জস্য থাকবে। কোনও সম্পর্কে থাকলে সঙ্গী আপনার আজব ব্যবহার লক্ষ্য করবেন। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন।
৩। মিথুন রাশি
সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। মেশিনারি ও খাওয়া-দাওয়ার জিনিসের ব্যবসায়ে ভালো আপোস করতে পারবেন। আলস্য ও সময়ে অভাবের কারণে নিজের লোকসান করে ফেলবেন।
৪। কর্কট রাশি
কোনও ব্যক্তির মনোমালিন্য দূর করার চেষ্টা করতে পারেন। সিঙ্গল জাতকরা বন্ধুদের সঙ্গে ঘোরাফেরার আনন্দ উপভোগ করবেন।
৫। সিংহ রাশি
প্রেম জীবনে অনুভূতি বাড়বে। অন্য ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে অবসাদ উৎপন্ন হতে পারে, সতর্ক থাকুন। চাকরিজীবী জাতকদের যোগ্যতা প্রকাশ পাবে। উৎসাহের সঙ্গে নিজের কাজ সম্পন্ন করবেন।
৬। কন্যা রাশি
মনের মধ্যে পুরনো কথা আপনাকে চিন্তিত করবে। প্রয়োজনে আপনজনদের কাছ থেকে সহযোগিতা নিতে সংকোচ বোধ করবেন না। মনের মধ্যে পুরনো কথা আপনাকে চিন্তিত করবে।
৭। তুলা রাশি
আর্থিক বিষয়ের জন্য আজকের দিনটি অনুকূল। তাই ভেবেচিন্তে ব্যয় করুন। বাড়িতে আত্মীয়দের যাতায়াত লেগে থাকবে। আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন।
৮। বৃশ্চিক রাশি
সময়ের সদ্ব্যবহার করুন। টাকাপয়সা সংক্রান্ত কাজ প্রভাবিত হবে। সম্পত্তির ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আপনার ভালবাসার জীবন আজ সত্যি সত্যিই আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে।
৯ । ধনু রাশি
আপনার ভালোবাসাপূর্ণ ব্যবহার সঙ্গীর মন জয় করতে পারে। কেউ আপনার কাছ থেকে নেওয়া ঋণ শোধ করবে। পরিশ্রমের বিশ্বাস রাখুন। কেউ আপনার কাছ থেকে নেওয়া ঋণ শোধ করবে।
১০। মকর রাশি
নিজের স্বপ্ন তাড়া করা শুরু করে দিন। অন্যের সাহায্য পাওয়ায় কিছুটা স্বস্তি পাবেন। প্রেম জীবনের জন্য সময় ভালো। চাকরিজীবী মহিলারা কোনও ক্ষুদ্র ব্যবসা শুরু করবেন, একে পরিবারের সদস্যদের সহযোগিতা পাওয়া যাবে।
১১। কুম্ভ রাশি
আপনার সামনে একাধিক রোম্যান্টিক সুযোগ আসবে। সিঙ্গল জাতকরা কোনও সহকর্মীর প্রতি আকৃষ্ট হবেন। আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে। কুম্ভ রাশির জাতকরা ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করবেন। চাকরিজীবী জাতকরা নিজের টার্গেট পুরো করে স্বস্তিতে থাকবেন।
১২। মীন রাশি
দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। । আয় বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। কাজের ক্ষেত্রে শর্টকাট নেওয়ার ফলে কিছু মীন জাতকদের লোকসান সম্ভব। অফিসে জুনিয়ররা মন দিয়ে আপনার কথা শুনবেন। কর্মক্ষেত্রে লাভের সুযোগ হাতছাড়া হবে।