আন্তর্জাতিক

সর্বজিতের খুনের বদলা নিতেই খুন আমির ?

Killed Amir to take revenge for the murder of Sarbjit?

The Truth of Bengal : ১৩-র ঘটনার প্রতিশোধই কী ২৪-এ ঘটল ? ২০১৩-তে পাকিস্তানের লাহোরের জেলে মৃত্যু হয়েছিল পঞ্জাবের ছেলে সর্বজিৎ সিং-এর। অভিযোগ উঠেছিল জেলের মধ্যেই তাকে হত্যা করেছিল আমির সরফরাজ তাম্বা। আর এবার সেই আমিরের প্রাণই গেল অজ্ঞাতপরিচয়ে থাকা কিছু আততায়ীদের হাতে। অবশ্য, এই ঘটনায় ভারতীয় যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন- ” পাকিস্তানের তদন্তকারী সংস্থাগুলির ধারণা অনুযায়ী, আমিরের খুনের সঙ্গে যোগ রয়েছে ভারতে। বাইকে চড়ে এসে অজ্ঞাতপরিচয় আততায়ীরা পাকিস্তানের মাটিতেই তাকে খুন করেছে। পরপর একই ধাঁচে দেশের নানা শহের এই ধরনের ঘটনা ঘটে।” অপরদিকে, তার অনুমান এই ঘটনায় হয়তো ভারত যোগ রয়েছে। সর্বজিৎ খুনের প্রতিশোধ নিতেই হয়তো খুন করা হয়েছে আমিরকে, এমনটাই মনে করছেন তিনি। উল্লেখ্য, রবিবার লাহোরের ইসলামপুরা এলাকায় ভোরবেলা বাইকে চেপে কয়েক জন অজ্ঞাতপরিচয় আততায়ী আসে। আমিরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। আমিরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। সব মিলিয়ে, আমির হত্যাকাণ্ডে তোলপাড় পাকিস্তান।

Related Articles