Lok Sabha Election 2024 : প্রচারে বেরিয়ে শতাব্দী শুনলেন এলাকার সমস্যার কথা, বিজেপি বলছে বিক্ষোভ, কি ঘটেছিল আসলে?
Lok Sabha Election 2024 : Shatabdi went out to campaign and heard about the problems of the area, BJP is saying protest, what actually happened?

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস : মঙ্গলবার সাঁইথিয়া ব্লকের ফুলুর পঞ্চায়েত এলাকায় শতাব্দী রায়ের প্রচার কর্মসূচি ছিল সেই কর্মসূচিতেই গ্রামে নামতেই মানুষের একাধিক বিষয় নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে শতাব্দী রায়ের গাড়ির সামনে। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে শতাব্দী রায় মেজাজ ছাড়িয়ে বলেন, “এটা বিক্ষোভ আপনারা বড় বড় করে লেখেন বিক্ষোভ। আমাকে বিক্ষোভ দেখিয়েছে না অভিযোগ করেছে সঠিকটা দেখুন। আপনারাই বড় বড় করে বানিয়ে লিখেন। আমাকে বিক্ষোভ আমার গাড়ি ঘিরে বিক্ষোভ তবে স্থানীয়রাও শতাব্দী রায়ের সুরে সুর মিলিয়ে বলতে থাকেন আমরা দিদিকে বলতে এসেছি আমাদের অভাব অভিযোগ কোন বিক্ষোভ নয়।
এরপর এই শতাব্দী রায় ক্যামেরার সামনে বলতে বলেন যে আপনারা বলুন উনারা বড় বড় করে চ্যানেলে চালাবেন যে আমাকে ঘিরে বিক্ষোভ দেখায় আপনারা কি বিক্ষোভ দেখিয়েছেন সেটা বলুন আপনারা কি বলেছেন গলা চড়িয়ে শতাব্দী রায়। এদিন গ্রামের মানুষদের বিক্ষোভকে আড়াল দেখে মানুষকে বলা করালেন অভাব অভিযোগের কথা। তবে অপরদিকে বিজেপি তার প্রতিক্রিয়া দিয়ে পাল্টা তোপ দেগেছেন প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে।
বীরভূম জেলা বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, “শুধু সাঁইথিয়া নয় বীরভূমের যে প্রান্তেই তিনি যাবেন সেখানেই বিক্ষোভের মুখে পড়বেন। কারণ এতদিন মানুষ তার দেখা পায়নি তিনি এলাকার কোন উন্নয়ন করেননি এছাড়া একাধিক অভিযোগ দিলেন।”