রাজনীতিরাজ্যের খবর

নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান

in election campTrinamool candidate Yusuf Pathanaign

 

The Truth Of Bengal , সুদীপ রায় , মুর্শিদাবাদ : নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বড়ঞা ব্লকের সুন্দরপুরে গ্ৰামে বাড়ি বাড়ি ঘুরে নির্বাচনী প্রচার শুরু করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। সোমবার বিকেলে ইউসুফ পাঠানোর এই পদযাত্রাকে ঘিরে সুন্দরপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল বিশেষ নজর কাড়া।

উল্লেখ্য আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভায় তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছে ইউসুফ পাঠান। একদিকে ভারতীয় ক্রিকেটার অপরদিকে দলের সুপ্রিমোর পাঠানো প্রার্থীকে নিয়ে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে এবং গ্রামের বিভিন্ন অলিগলিও ঘুরে দেখলেন তৃণমূল প্রার্থী, ইউসুফ পাঠান ।এদিনের প্রার্থীর সঙ্গে ছিলেন বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা তৃণমূল নেতা মাহে আলম । এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল সুন্দরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ, এদিন ইউসুফ পাঠান কে লোকসভা নির্বাচনের প্রচার সাড়ার পাশাপাশি গ্রামের গৃহবধূ থেকে বৃদ্ধ মানুষদের সুযোগ-সুবিধার কথাও শুনলেন এবং গ্রামের মসজিদে গিয়েও সকল মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখা গেছে।এদিন ইউসুফ পাঠান সুন্দরপুরের পাশাপাশি বড়ঞা ব্লকের সাহোরা অঞ্চলের পেটারি মেরাই চন্ডি তলা তেও গ্রামবাসীদের পক্ষ থেকে আয়োজিত হওয়া হরিবাসর অনুষ্ঠানে যোগ দিয়ে সাধারণ মানুষের জনসংযোগের পাশাপাশি নির্বাচনী প্রচার সারেন।

Related Articles