রাজ্যের খবর

ধান ও আলুর পর এবার বাদাম চাষে লক্ষ্মীলাভ চাষিদের

After paddy and potato, this time the farmers are benefiting from almond cultivation

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী: আরামবাগ :  ধান চাষ ও আলু চাষের পরে তৃতীয় উৎপাদনকারি ফসল অর্থাৎ বাদাম চাষে লাভের মুখ দেখছেন চাষীরা। তাই এই চাষের উপর জোর দিচ্ছে চাষীরা। আলু চাষের পরেই গোটা এলাকা জুড়ে চাষীদের চাষ করতে দেখা যায় বাদাম চাষের। আরামবাগ মহকুমার বিস্তৃর্ণ এলাকা জুড়ে দেখা যায় বাদাম চাষ।আরামবাগ মহকুমা কৃষি প্রধান এলাকা।

আলু চাষের পরেই অন্যান্য চাষের পরিবর্তে চাষীরা লাভের মুখ দেখছে বাদাম চাষে। চৈত্র মাস থেকে জৈষ্ঠ মাস পর্যন্ত এই চাষ করা হয়। গোঘাটের বালি দেওয়ানগঞ্জ,পুরশুরা, খানাকুল এলাকা বন্যা কবলিত এলাকা। চাষিরা বন্যার কারণে জমিতে চাষ করলেও ফসল অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই এবার বাদাম চাষ করছে চাষীরা, বিঘার পর বিঘা জমিতে বাদাম লাগিয়ে ব্যাপক লাভের মুখ দেখছে তারা। চাষীরা জানান, “গোঘাটের বালি দেওয়ানগঞ্জ সহ খানাকুল, পুরশুরা এলাকা অনেকটাই নিচু এলাকা। বন্যার সময় কিছু এলাকা অনেকটাই জলে ডুবে থাকে। যার ফলে আলু চাষের পরে ধান চাষ ও তিল চাষ সে পরিমাণে হয়না। পাশাপাশি বালি দেওয়ানগঞ্জ, পুড়শুড়া, খানাকুল এর বিস্তীর্ণ এলাকা বালি মাটি। এই বালি মাটিতে বাদাম চাষ ভালো হয়”।

বিগত কয়েক বছর ধরে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ করা হয় বাদাম চাষ। তাই ধান চাষ আলু চাষের পরে অন্য চাষের পরিবর্তে বাদাম চাষ করে লাভের মুখ দেখছে চাষীরা। চাষীরা জানাচ্ছেন আস্তে আস্তে বাদামের চাহিদা বাড়ছে বাজারে। কম খরচে বেশি লাভ পাচ্ছে বাদাম চাষে। পাশাপাশি বাদাম থেকে তেল উৎপাদন করে বাজারে বিক্রি হয়। মূলত বৃষ্টির জলের সমস্যার কারণে এখন বাদাম চাষের উপর নির্ভর করছে চাষীরা। তিন মাস পর বাদাম চাষের ফল পাওয়া যায়।
পাশাপাশি বাদাম একদিকে বাড়িতে খাবার কাজে লাগে এবং বাজারে বিক্রি করাও হয়।

Related Articles