মহানগরে বাড়বে অস্বস্তি ! দুই মেদিনীপুর সহ ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস
Discomfort will increase in the metropolis! Rain forecast in 5 districts including two Midnipur

The Truth Of Bengal : সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বাড়লেও উত্তরে বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। উত্তরের নিচের তিন জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না মানা। রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা, যেটি বিহার ও ঝাড়খণ্ডের উপর দিয়ে আছে। এছাড়াও দক্ষিণের কোমরিন এলাকা থেকে কর্নাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১৮ই এপ্রিল বৃহস্পতিবার। ঘুর্নাবর্ত রয়েছে রাজস্থান উত্তর বাংলাদেশ মধ্যপ্রদেশ এবং দক্ষিণের কোমরিন এলাকায়।
কলকাতা
চলতি সপ্তাহের শেষ দিকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়বে গরম ও অস্বস্তি। একদিকে শুকনো গরম আবহাওয়া। অন্যদিকে সোমবার আংশিক মেঘলা আকাশ। সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৯০ শতাংশ।
দক্ষিণবঙ্গ
চলতি সপ্তাহে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিমের জেলায় তাপপ্রবাহের মতন পরিস্থিতির সম্ভাবনা। শুষ্ক হাওয়ার দাপট আবারো বাড়বে। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলায়। পশ্চিমের জেলাগুলিতে আগামী চার দিনে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরো বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে লু এর পরিস্থিতি। তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে। দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলায় গরম হাওয়ার পরিমাণও বাড়বে বেলা বাড়লে। পশ্চিমের জেলাগুলিতে ৪ ডিগ্রি সেলসিয়াস শেষ পর্যন্ত তাপমাত্রা বাড়ার সতর্কতা। যদিও এখনো তাপপ্রবাহের কোন সম্ভাবনা বা পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। তবু উড়িষ্যায় তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে বাংলায়।
উত্তরবঙ্গ
১৬ এবং ১৯ এ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হালকা সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৪০/৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ের সতর্কবার্তা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া। একইসঙ্গে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে সকাল থেকে বিকেল পর্যন্ত।
ভিনরাজ্য
আগামী কয়েকদিন সিকিম আসাম মেঘালয় নাগাল্যান্ড মনিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া প্রবল বৃষ্টি হবে আসাম এবং অরুণাচল প্রদেশে। হরিয়ানা চন্ডিগড় দিল্লি এবং উত্তরপ্রদেশের সারফেস উইন্ড থাকবে।
ওড়িশা ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তামিলনাড়ু পন্ডিচেরি কেরালা মাহে গুজরাট কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে।