আন্তর্জাতিক

ইদ আসতেই ভিড় শুরু কক্সবাজারের সৈকতে

As soon as Eid came, the crowd started on the beach of Cox's Bazar

The Truth Of Bengal: বছর শুরুর দিকে হালকা ভিড় দেখা দিলেও শেষ কয়েকদিনেও লোকের দেখা মেলেনি কক্সবাজারের সমুদ্র সৈকতে। তবে, ইদ আসতেই ফের আবার ভিড় উপচে পড়ল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে। এমনিতে বছরের বেশিরভাগ সময়ই আনাগোনা লেগে থাকে পর্যটকদের। তবে, ইদের পরব উপলক্ষে যেন সেই ভিড় আরও বৃদ্ধি পেয়েছে। শুক্রবার ইদের দ্বিতীয় দিনে প্রায় ৬০ হাজার মানুষ ভিড় জমান।

অপরদিকে, সৈকতে ঘোরাঘুরি শেষে বিপুলসংখ্যক পর্যটক ছুটছেন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, দরিয়ানগর, হিমছড়ির ঝরনা, পাথুরে সৈকত ইনানী ও পাটোয়ারটেক, টেকনাফ সৈকত, মাথিনকূপ, রামুর বৌদ্ধপল্লি, চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক ও মহেশখালীর আদিনাথ মন্দির-এর উদ্দেশে।

ইদের তৃতীয় দিন অর্থাৎ, শনিবার সৈকত ভ্রমণে আরও অন্তত এক লাখ পর্যটক আসবেন বলে আশা করছেন কক্সবাজারের হোটেল-মোটেলের মালিকেরা। সব মিলিয়ে, কক্সবাজার যে আবারও পর্যটকদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠল, তা বলাবাহুল্য।

Related Articles