মসনদের লড়াই
Lok Sabha Election 2024 : প্রচারে বেরিয়ে নিজেও নীল ষষ্ঠী সারলেন, মাতলেন উৎসবে
Lok Sabha Election 2024 : He went out to campaign and celebrated the sixth birthday himself, celebrated the festival

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- চৈত্র মাসে নীল ষষ্ঠীতে মাতলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। উল্লেখ্য শুক্রবার নীল ষষ্ঠী! রাজ্যজুড়ে এই নীল ষষ্ঠী উপলক্ষে মাতোয়ারা শিব ভক্তরা। এরই ফাকে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে নীল ষষ্ঠীতে মেতে উঠলেন পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী অগ্নিমিত্রা পল।
মেদিনীপুর সদরের পাঁচখুরি সংলগ্ন বালিপাদা শিবমন্দিরে গাজন উৎসব উপলক্ষে ভক্তদের সাথে উৎসবে মাতলেন অগ্নিমিত্র। আর বিজেপির এই প্রার্থীকে বক্তাদের নাচের তালে পা মিলাতে দেখে মেতে ওঠেন গ্রামবাসীরাও। শিব মন্দিরে ভক্তদের সাথে কার্যত আনন্দে বেঁচে উঠলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।