উত্তরে প্রচারে ঝাঁজ তৃণমূলের, জনসভা মমতার, রোড শো অভিষেকের
Jhanj Trinamool campaigning in the North, Mamata's Jana Sabha, road show Abhishek

The Truth Of Bengal : আগামী ১৯ এপ্রিল দেশজুড়ে প্রথম দফার ভোটগ্রহণ। বাংলায় প্রথম দফায় উত্তরবঙ্গে তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। দ্বিতীয় দফার ভোটগ্রহণ আগামী ২৬ এপ্রিল। ওইদিন বালুরঘাট, রায়গঞ্জ ও দার্জিলিং লোকসভা কেন্দ্রে নির্বাচন। প্রথম পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন।
শুক্রবার থেকে দ্বিতীয় পর্যায়ে প্রচারে ঝাঁজ বাড়াতে চলেছে তৃণমূল। তৃণমূল সুপ্রিমো ও মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কোচবিহারের দিনহাটা ও আলিপুরদুয়ারের জয়গাঁওতে শুক্রবার সভা করবেন মুখ্যমন্ত্রী। পরের দিন ১৩ এপ্রিল জলপাইগুড়ির ডাবগ্রামে সভা তৃণমূল নেত্রীর।
শুক্রবারই ধূপগুড়িতে কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গেও বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৩ এপ্রিল সিতাইয়ে রোড শো করবেন অভিষেক। নির্বাচন কমিশনের কাছে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানুষের বাড়ি তৈরীর অনুমোদন চেয়েছিল রাজ্য সরকার। সেই অনুমোদন কমিশন দেয়নি। সেই সব ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।