রাজ্যের খবর

গার্ডেনরিচ, বিরাটির পর উত্তরপাড়া, কেন বারবার ঘটছে একই ঘটনা ?

Gardenrich, Uttarpara after Birati, why the same thing is happening again and again?

The Truth Of Bengal : হুগলির উত্তরপাড়ার নবগ্রামে পুরনো বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল দুই শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও ২ শ্রমিক। আহত দুই শ্রমিককে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি নির্মীয়মান বাড়ির পাশেই ছিল পুরনো বাড়ি। ওই নির্মীয়মান বাড়ির ইমারত দ্রব্য পুরনো বাড়ির দেওয়ালের পাশে ডাই করে রাখা ছিল।

নির্মাণ কাজ চলার সময় হঠাৎ ওই পুরনো বাড়ির দেওয়াল ধসে পড়ে। দেওয়ালে নিচে চাপা পড়ে মৃত্যু হয় দুই শ্রমিকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিরাপত্তা ছাড়াই শ্রমিকরা কাজ করছিল। কোন নিরাপত্তা নিয়ে কাজ না করার কারণে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। অনুমোদন নিয়ে নির্মিয়মান বাড়িটি তৈরি হচ্ছিল কিনা খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এর আগে গার্ডেনরিচে বাড়ি ভেঙে বহু মানুষের মৃত্যু হয়। বেআইনি নির্মাণ হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় কয়েকজন পুলিশের জালে। জের কাটতে না কাটতে বিরাটিতে বাড়ি ভেঙে বিপর্যয় ঘটে। তার রেশ কাটতে না কাটতে এবার হুগলির উত্তরপাড়া। বাড়ি ভেঙে প্রাণ গেল দুই শ্রমিকের।

Related Articles