The Truth Of Bengal: এ হল আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো এক ম্যাজিক পেন। সত্যিই জাদু দেখানোর ক্ষমতা রাখে এই। হাতে নিয়ে লিখতে হবে না মুখে বললেই ঝরঝর করে লিখে চলবে এই ম্যাজিক পেন। মিরাকল ঘটানো এই পেনের নাম ‘Literacy Pen’। এই পেন World Literacy Foundation ও Media. Monks নামে ২ সংগঠনের মস্তিষ্কপ্রসূত। নিরক্ষরতা দূর করার লক্ষ্যে এই পেন তৈরি করা হয়েছে।
কী করতে পারে এই ম্যাজিক পেন?
মুখের কথা শুনে ঝরঝর করে গোটা বক্তব্য আপনাআপনি লিখে ফেলতে পারে এই পেন। যে কোনো জায়গায় লেখা যাবে এই পেনের সাহায্যে। আদতে ম্যাজিক পেন হল এক বিশেষ রকমের যন্ত্র। যন্ত্রের মধ্যে ‘বিল্ট-ইন’ মাইক্রোফোন লাগানো থাকবে। যার সাহায্যে বলা যাবে কথা। ভয়েজ ডিক্টেশন টেকনোলজি মুখের কথা অক্ষর ধরে ধরে যন্ত্রে থাকা ডিজিটাল স্ক্রিনে লিখতে থাকবে। অত্যন্ত ছোট্ট এই ম্যাজিক পেন সহজেই বহনযোগ্য। যে কোনো বয়সের মানুষ এটা ব্যবহার করতে পারবে।