কলকাতা

বেআইনি নির্মাণ রুখতে হেল্পলাইন চালু, কোথায় জানাতে পারবেন অভিযোগ

Helpline launched to prevent illegal construction

The Truth of Bengal: শহরের প্রোমোটার ও ডেভলপারদের নিয়ে মঙ্গলবার লালবাজারে বৈঠক করেন অতিরিক্ত নগরপাল মুরলীধর শর্মা। এদিন বৈঠকে এই হেল্পলাইন নম্বর চালু করা হয়। কোথাও কোনও নির্মাণকাজ করতে গেলে এলাকার সিন্ডিকেট যদি চাপ দেয় কিংবা কেউ টাকার জন‌্য চাপসৃষ্টি করে তাহলে প্রোমোটার ও ডেভপলাররা ৯৪৩২৬১১০০০ এই নম্বরে ফোন করে পুলিশকে জানাতে পারবেন।

অভিযোগ পেলে পুলিশ তৎক্ষণাত ব‌্যবস্থাও নেবে বলে লালবাজার জানিয়েছে। পাশাপাশি এই নম্বরে আমজনতাও জানাতেন পারবেন। বেআইনি নির্মাণ রুখতে হেল্পলাইন চালু লালবাজারের। প্রোমোটার ও ডেভেলপারদের নিয়ে বৈঠক লালবাজারের। গার্ডেনরিচ কান্ডের পর চালু হেল্পলাইন। হেল্পলাইন নম্বরটি হল  ৯৪৩২৬১১০০,কাজ চলাকালীন কোনও ‘চাপ’ বা তোলাবাজির জন্য হুমকি এলে হেল্পলাইনে ফোন। লালবাজারে অভিযোগ জানাতে পারবেন প্রোমোটাররা। অভিযোগ পেলে পুলিশ তৎক্ষণাত ব‌্যবস্থাও পুলিশ প্রশাসন।

Related Articles