গণতন্ত্রকে হত্যা করছে নির্বাচন কমিশন আর বিজেপি, বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Election Commission and BJP are killing democracy

The Truth of Bengal: এনআইএ-র ডিরেক্টরকে অপসারণ করতে হবে। বিজেপি এনআইএ যোগ নিয়ে তথ্য হাতে নিয়ে এই দাবি তুলছে তৃণমূল কংগ্রেস। দাবি পূরণে তাঁরা লাগাতার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে দরবার করছে।কিভাবে নির্বাচনী বিধি লাগু হওয়ার পরেও কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-র এসপি ধনরাম সিং বাড়িতে বৈঠক করলেন বা বেআইনি অর্থ লেনদেনে জড়িয়ে পড়লেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিরোধী শিবিরের শরিক তৃণমূল কংগ্রেস। দিল্লিতে ধর্না –অবস্থানের পাশাপাশি রাজ্যপালের কাছেও গেছেন অভিষেক বন্দোপাধ্যায়।
এবার হুগলিতে দলীয় বৈঠকে যোগ দিয়ে অভিষেক বিস্ফোরক অভিযোগ করেন যে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন গণতন্ত্রকে হত্যা করছে।বিজেপিও গণতন্ত্রকে ভূলুন্ঠিত করছে।তাই নির্বাচনকে স্বচ্ছও দুর্নীতিমুক্ত করতে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের সরিয়ে দেওয়ার কথা আরও সোচ্চারভাবে তুলে ধরতে চায় তাঁরা। ইতিমধ্যে ধনরাম সিংকে তলব করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে।
শুধু এনআইএ-র এসপি নন, এনআইএর ডিরেক্টরকে সরাতে হরবে অনড় আন্দোলনে তৃণমূল। আগামীদিনে আবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দরবারে গিয়ে চাপ বাড়ানো হবে বলে স্পষ্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাই কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা যাতে নেয় সেজন্য গান্ধীবাদী পথে সমস্ত ধরণের আন্দোলন যে জারি থাকবে তাও স্পষ্ট করেছেন শীর্ষ নেতারা।