কলকাতা

বৃহস্পতিবার খুশির ঈদ, তার আগে চলছে কেনাকাটা

Muslims are busy shopping for Eid

The Truth of Bengal: ১মাস রোজা পালন করার পর খুশির ঈদে মাততে তৈরি ইসলাম ধর্মাবলম্বী মানুষ। উত্সবের আবহকে রঙিন আলোকময় করতে বাড়তি জোর দেওয়া হচ্ছে। চলছে দেদার কেনাকাটা। নিউমার্কেট থেকে শহরের অন্যান্য বাজারে ধরা পড়ল ব্যস্ততার ছবি।

অন্যের কষ্ট অনুভব করতে কৃচ্ছসাধন করা দরকার। হজরত মহম্মদের নির্দেশিত পথেই এখনও রোজা পালন করা হয়।১মাস ধরে নির্জলা উপবাস করা হয় এই রমজান মাসে।ধর্মীয় গুরুত্বের দিক থেকে এই রমজানের উপবাস আলাদা তাত্পর্য বহন করছে।কথিত আছে, নবী মহম্মদ যখন মক্কা থেকে ৬২২ খ্রিস্টাব্দে হিজরত করে মদিনায় যান, তখন সময়কে ভিত্তি ধরে হিজরী সাল গণনা করা হয়। “হিজরী প্রথম বছরের অষ্টম মাস অর্থাৎ শাবান মাসে রোজা বাধ্যতামূলক করা হয়। রমজান মাসে একমাস সিয়াম সাধনাকে ফরজ করা হয়, বলে ইমামরা বলেন।সামাজিক সাম্যের বার্তা ছড়িয়ে দিতে ১মাস ধরে যে রোজা রাখা হয়,তা ইদের চাঁদ দেখার পর  খুশির ইদে মেতে ওঠে।এবার সেই ইদের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। উত্সবের আঙিনাকে রঙিন করে তুলতে এখন চলছে কেনাকাটা।নিউমার্কেট বাজারে দেখা গেল কেনাকাটার হিড়িক।

বিক্রেতারা বলছেন, ইদানীং বিক্রিবাটা অনেকটাই কমে গিয়েছে৷ সবাই শপিং মলে ছুটছেন৷’ গত বছর লাভের মুখ দেখেছিলেন৷ কিন্ত্ত এবার কী হবে , জানেন না৷ তবে শপিং মলগুলির সঙ্গে কিন্ত্ত পাল্লা দিচ্ছে নিউ মার্কেট৷ সাউথ সিটি বা বিগ বাজারে ভিড় আছে ঠিকই , কিন্ত্ত তাতে নিউ মার্কেটের ভিড় কমেনি৷ বেশ কয়েক দিন ধরে গরমের দাপট বেড়েছে সারা রাজ্যে। গরম কে  উপেক্ষা করেই ক্রেতারা নেমে পড়েছেন রাস্তায় কেনাকাটা সম্পূর্ণ করার জন্য। বাজারে এসেছে নতুন ধরনের খুদেদের জামা কাপড়। বিশেষ করে রয়েছে আফগানি সুট সেইসাথে রয়েছে প্লাজো এবং পুরনো আলীয়া কাটের মতোই নিত্য নতুন সাজগোজের জিনিস পত্র বাজারে বিকোচ্ছে।

Related Articles