IPL 2024

কৃষ্ণ নামে মত্ত দুই ভাই ! ভক্তিগীতি গেয়েই মন কাড়লেন হার্দিক, দেখুন ভালোলাগার এই ভিডিও

Two brothers drunk in the name of Krishna! Hardik broke the heart by singing devotional songs, watch this lovely video

The Truth Of Bengal :  একটার পর একটা ম্যাচে হার। তবে শেষমেশ দিল্লির বিরুদ্ধে খেলে মুম্বাইকে জিতিয়ে নিজের সেই খুশির মেজাজেই ফিরলেন হার্দিক পাণ্ড্য। শুধুমাত্র হার্দিক নন! এদিন দুই ভাই, দুজন তারকা অলরাউন্ডার অর্থাৎ হার্দিক পাণ্ড্য এবং সঙ্গে তার ভাই ক্রুণাল পাণ্ড্য’কেও এদিন দেখা গেল আলাদাই ছন্দে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও যেখানে দুই ভাই হরে রাম হরে কৃষ্ণের সুরে গান গাইছেন। দুই ভাইয়ের ভক্তিগীতি গেয়েই মন কাড়লেন সকলের।

হার্দিক পাণ্ড্য বরাবরই নিজেকে রাখেন ফিটফাট। মাঠের বাইরে হোক কিংবা মাঠের মধ্যেই, যথেষ্ট হট অবতারের মধ্যেই ভদ্রলোক রাখেন নিজের ফ্যাশন সেন্স। এদিন হার্দিক এর পরনে ছিল ল্যাভেন্ডার রঙের ওপর সিকুয়েন্স এর কাজ করা কুর্তা ও সাদা পাজামা। আর অপরদিকে তার দাদা ক্রুণালকেও এদিন দেখা যায় পিঙ্ক রঙের সিকুয়েন্স এর কাজ করা কুর্তা ও সাদা পাজামাতেই। দুজনের মধ্যেই স্পষ্ট দেখা গিয়েছিল সেইদিন অন্তহীন আনন্দে ভরা উচ্ছাস। যার কোনও শেষ নেই।

তাছাড়াও কিছুদিন আগে দলের সময় খারাপ চলাকালীন গুজতারের সোমনাথ মন্দিরেও হার্দিক’কে পুজো দিতে দেখা গিয়েছিল। শুধুমাত্র পুজো নয়, একইসঙ্গে বেশ কিছুক্ষণ ভক্তি ভরে প্রার্থনাও সারেন তিনি। সেদিন সংবাদ সংস্থা এএনআই দ্বারা প্রকাশিত একটি ভিডিতেও এও দেখা গিয়েছিল যে, ধর্মীয় রীতি মেনে একটি শিবলিঙ্গকে ভক্তি সহকারে পুজো করছেন পাণ্ড্য। সুতরাং হার্দিকের মনে রয়েছে যে প্রবল ঈশ্বর ভক্তি, তা তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড গুলি থেকেই প্রমাণ পেয়েছে নিঃসন্দেহে। তবে তার প্রার্থনাও যে ভগবান ফেলে দিচ্ছেন না, বরং মন ভরে শুনছেন সেটিও বলাইবাহুল্য। কারণ দলনেতার দল যে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল এবং একের পর এক সমালোচনার মধ্যে পড়তে হচ্ছিল তাঁকে, সেখান থেকে ঈশ্বরের আর্শীবাদে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছে মু্ম্বই। যা হয়তো আসছে দিনগুলো আরও ভালো করার ইঙ্গিত দিচ্ছে।

Related Articles