Lok Sabha Election 2024 : প্রার্থীর প্রচারে আরেক প্রার্থী
Lok Sabha Election 2024 : Another candidate in the campaign of the candidate

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ- নির্বাচনী প্রচারে অভিনেতা দেব শিলিগুড়িতে। দেবকে দেখতে উপচে পড়ল ভিড়। জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় এর সমর্থনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১ রোড শো করা হলো শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ী এলাকায়। সেই রোড শোতে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা দেব। তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় কে সাথে নিয়ে রোড শো করলেন অভিনেতা দেব। অভিনেতা দেব কে দেখতে রাস্তার দুপাশে প্রচুর মানুষের ঢল।
জলপাইগুড়ি লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ডাবগ্রাম ফুলবাড়ী এলাকায় মঙ্গলবার রোড শো হওয়ায় কথা ছিল। সেই কারনে গতকাল হেলিকপ্টার করে অভিনেতা দেব এসে হাজির হয়েছিলেন। মঙ্গলবার নির্মল চন্দ্র রায় কে নিয়ে রোড শো করতে দেখা যায় অভিনেতা দেব কে।
রোড শো হবার আগেই রাস্তার দু ধারে প্রচুর মানুষ ভির করেছিল সাধারণ মানুষ। দেব আসা মাত্র জনতার উল্লাস চোখে পরে। এভাবেই নির্বাচনী প্রচার করলেন তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ী এলাকায়।