রাজনীতিরাজ্যের খবর

পুরুলিয়ার কাশীপুরে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো

The Trinamool supremo will hold a public meeting in Kashipur of Purulia

The Truth Of Bengal: লোকসভার প্রচারে  রবিবার প্রথমবার দক্ষিণবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত হয়ে রবিবার পুরুলিয়ার কাশিপুরে জনসভা করবেন তৃণমূল নেত্রী। তাঁর জনসভা হবে শিবমন্দিরের মাঠে। চৈত্রের শেষে ইতিমধ্যেই তেতে রয়েছে পুরুলিয়া।শনিবারও এই জেলায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির কাছে।

পুরুলিয়ার পর দক্ষিণবঙ্গের আর এক জেলা বাঁকুড়ায় জনসভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। রাজনৈতিক মহলের মতে, পাঁচ বছর আগে দক্ষিণবঙ্গের এই দুই জেলায় শোচনীয় ভরাডুবি হয়েছিল বাংলার শাসক দলের। মূলত কোন্দলের কাঁটায় বিদ্ধ হয়েছিল ঘাসফুল। তাই এবার অনেক আগে থেকে পুরুলিয়া এবং বাঁকুড়া পুনরুদ্ধারের ব্যস্ত তৃণমূল।

সেই দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন তৃণমূল নেত্রী। গত রবিবার জলপাইগুড়িতে বিপর্যয়ের পর থেকে তিনি ছিলেন উত্তরবঙ্গে। গত কয়েকদিনে তাঁর নির্বাচনী প্রচারে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। এবার দক্ষিণবঙ্গ। কী বার্তা দেবেন মমতা, আগ্রহ রাজনৈতিক মহলের।

Free Access

Related Articles