রাজ্যের খবর

আরামবাগে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত ২

Fatal road accident in Arambagh, 2 injured

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী, আরামবাগ :  দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২ জন। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের রেজিস্ট্রি অফিস এলাকায়।

সুত্রের খবর, শনিবার দুপুর নাগাদ আরামবাগ মেদিনীপুর রাজ্য সড়কে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে আশঙ্কা জনক অবস্থায় একজনকে আরামবাগ মহকুমা মেডিকেল কলেজে পাঠানো হয়। লরিতে থাকা আর এক ব্যক্তিকে স্থানীয় গোঘাট প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার নজরে আসতে স্থানীয় এলাকার বাসিন্দারা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। দুর্ঘটনা জেরে দীর্ঘক্ষণ ধরে যানজটের সমস্যা ঘটে।

 

Related Articles