মেয়েদের ওপর হামলা চালিয়েছে এনআইএ, ভূপতিনগরের ঘটনা নিয়ে এজেন্সিকে নিশানা মমতার
Mamata's question about NIA operation in Bhupatinagar

The Truth Of Bengal: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা নিয়ে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন রাতের অন্ধকারে এজেন্সি গ্রামে গেল প্রশ্ন তুললেন মমতা। অচেনা লোককে দেখে তার যা প্রতিফলন হয় ভূপতিনগরে সেটাই হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সোচ্চার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তপনের জনসভায় যোগ দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতিনগরের ঘটনা নিয়ে সোচ্চার হন। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে এনআইএ – র অভিযান নিয়ে করা প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের।
দলের নেতাদের কেন বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার করা হচ্ছে প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো। কেন মধ্যরাতে অভিযান চালানো হচ্ছে প্রশ্ন তাঁর। পুলিশকে কি জানানো হয়েছিল এই অভিযান চালানোর আগে? মধ্যরাতে অচেনা লোককে দেখলে গ্রামের মানুষের যে প্রতিক্রিয়া হয় তারই প্রতিফলন ঘটেছে। ভূপতিনগরের ঘটনা নিয়ে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামের মহিলারা তো আর হাতে শাখা পলা পড়ে বসে থাকবেন না। মাথায় ওড়না দিয়ে বসে থাকবে না। গ্রামের মহিলারা প্রতিবাদ করবেই। নাম না করে বিরোধী দলনেতাকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, গদ্দার হারবে জেনে বুঝে রাতের অন্ধকারে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে দলের কর্মীদের গ্রেপ্তার করানো ষড়যন্ত্র করেছে। মমতা বলেন ভূপতিনগরের মেয়েরা কোন হামলা চালাইনি, হামলা চালিয়েছে এনআইএ।
২০২২ সালে কোথায় একটা চকোলেট বোমা ফেটেছিল, আর তা নিয়ে রাজনীতি করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিকে নামিয়ে দিয়ে দলের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
কেন্দ্রীয় এজেন্সিকে করা আক্রমণ করে মমতা বলেন, সিবিআই আর ইডি বিজেপির ফিল্ডিং বক্স। এনআইএ আর সিবিআই, বিজেপির ভাই ভাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মোদির গ্যারান্টি হল কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধী নেতাদের গ্রেফতার করা। মমতা বলেন, ক্ষমতা থাকলে ভোটে জিতে দেখাও গ্রেফতার না করে। ক্ষমতা থাকলে গণতন্ত্রে লড়াই করে জেতো। কেন বাড়ি বাড়ি গিয়ে নেতাদের গ্রেফতার করা হচ্ছে প্রশ্ন তোলেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি। বিএসএফ সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ভোটে বিজেপির হয়ে কাজ করে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।
এনআরসি ইস্যুতে সোচ্চার বাংলার মুখ্যমন্ত্রী।এনআরসি করে বাংলা থেকে সবাইকে তাড়ানোর ফন্দি করেছে বিজেপি। বালুরঘাটের বিজেপি সাংসদের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন কেন্দ্রের কাছে ভিক্ষা চাই না, বাংলা তার প্রাপ্য চাই। বাংলার টাকা জোর করে আটকে রাখার অভিযোগ তোলেন মমতা।
বালুরঘাটের উন্নয়নে গত পাঁচ বছরে এলাকার সাংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূল সুপ্রিমোর। নদীতে বাঁধ দেওয়ার বিষয়ে কেন কিছু বলেননি এখানকার সাংসদ, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।