প্রযুক্তি

ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করছেন ? তাতে বিপদ আছে, জানেন কী ? কী বলছে, স্টেট ব্যাঙ্কের সতর্কবার্তা ?

Using the USB charging port? There is danger in that, you know what? What is the warning of the State Bank?

The Truth Of Bengal : অনেকসময়ই দেখা যায়,পাবলিক ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করে আমরা মোবাইল চার্জ করি।কিন্তু এই পথে হাঁটলে বিপদ আছে জানেন কী।কারণ আপনি সর্বসাধারণের ব্যবহার করা এই চার্জিং পোর্ট থেকে মোবাইল চার্জ করে ভাবছেন,সুরাহা হল,দ্রুত কাজ মিটে গেল । ব্যাপারটা আদৌও তা নয় একেবারেই।জানেন কী এতে বিপদ কোথায় লুকিয়ে আছে।সাইবার তস্কররা কিভাবে আপনার তথ্য হাতিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে ? স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সতর্কবার্তা আপনারা এই ইউএসবি চার্জিং পোর্ট পুরোপুরি পরিহার করুন। আধুনিক যুগে অনলাইন প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। প্রতারকরা যেনতেন প্রকারেণ তথ্য হাতিয়ে নিয়ে আপনার সাড়ে সর্বনাশ করতে পারে।অর্থ থেকে গোপন তথ্য সবই চলে যেতে পারে ঠগবাজদের ডেরায়।যার ফলে আপনি সর্বসান্ত হতে পারেন।মুখোমুখি হতে পারেন ব্ল্যাকমেলের।তাই রেলওয়ে স্টেশনে যেসব ইউএসবি চার্জিং পয়েন্ট রয়েছে তাতে মোবাইল চার্জ একদম না করার জন্য সতর্ক করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

এই প্রসঙ্গে কয়েকটি বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো…

জুস জ্যাকিং স্ক্যাম-ইউএসবি চার্জার স্ক্যাম সাধারণতঃ জুস জ্যাকিং কেলেঙ্কারি নামে খ্যাত। এই চোরাগোপ্তা পদ্ধতি অবলম্বন করে  কোনও প্রতারক আপনার টাকা হাতিয়ে নিতে পারে।এরকমও হতে পারে এই ইউএসবি চার্জার পোর্টে জালিয়াতরা,  সফটওয়্যার লাগিয়ে দুষ্কর্ম করতে চাইছে। এমনকি চুরির লক্ষ্যে সফটওয়্যার লাগিয়ে জালিয়াতরা আপনাকে পথে বসাতেও পারে। বিশেষ করে পার্সওয়ার্ড বা ব্যক্তিগত গোপন তথ্য কুক্ষিগত করে ঠগবাজরা আপনাকে হাতের পুতুল বানিয়ে ফেলতে পারে।সেই প্রতারকদের   আপনি   ফাঁদে পড়লে মারাত্মক বিপদের মুখোমুখিও হতে পারেন.

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া নির্দেশিকায় কী জানিয়েছে ?

১.পাবলিক চার্জিং স্টেশনের বদলে ইলেকট্রিক্যাল ওয়াল আউটলেটের মাধ্যমে মোবাইল চার্জ করা শ্রেয়

.আপনার তথ্যের সুরক্ষার স্বার্থে যদি সম্ভব হয়,আপনি নিজস্ব চার্জিং কেবল,পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করুন বা নিজের কাছে রাখুন

৩. আপনার মোবাইলে অবশ্যই নিরাপত্তা বজায় রাখার ওপর জোর দিন,যাতে   কেউ মোবাইলের তথ্যের ভাণ্ডার থেকে তথ্য চুরি না করতে পারে।

৪. সম্ভব হলে সুইসড অফ করে আপনি আপনার মোবাইল চার্জ করুন।যাতে অনাবশ্যক কেউ গোপন তথ্য হাতিয়ে না নিতে পারে।

৫. প্রয়োজনে আপনি ইউএসবি ডেটা ব্লকার ব্যবহার করুন।যাতে কেউ চোরাগোপ্তা হানা দিয়ে আপনার ডেটা হস্তগত না করতে পারে।

৬.আপনি নিয়মিত স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করুন।পারলে ভাইরাস চিহ্নিত করার প্রযুক্তি কাজে লাগান যাতে আপনার গোপন তথ্য সুরক্ষাকবচ পায়।

 

 

Related Articles