সাধারণ মানুষের জন্য সুখবর, ক্যান্সার চিকিৎসার খরচ কমতে চলেছে কয়েকগুণ
The cost of cancer treatment is going to come down several times

The Truth of Bengal: আতঙ্কের অপর নাম ক্যান্সার। ক্যান্সার মানেই নো আনসার। তবে চিকিৎসা রবিজ্ঞানের অগ্রগতির কাছে বহু ভয়াবহ ব্যাধিও হার মেনেছে। বর্তমানে ক্যান্সার চিকিৎসারও ওষুধ বেরিয়েছে। তবে সেই চিকিৎসা শুরু হতে দেরি হলে সেক্ষেত্রে রোগীকে বাঁচানো হয়ে পড়ে যথেষ্ট মুশকিল। আর এর চিকিৎসাও যথেষ্টই ব্যায়বহুল। মধ্যবিত্ত পরিবার সেই খরচ সামাল দিতে দিতে বেশিরভাগ সময়ই হিমশিম খেয়ে যান।
তবে এবার আশার আলো কার টি-সেল থেরাপি। ক্যান্সারের ক্ষেত্রে দেশের নতুন চিকিৎসা পদ্ধতির আবিষ্কার হয়েছে। যা বিগত কয়েক বছরে প্রচারেও উঠে এসেছে। দেশীয় সেই চিকিৎসা পদ্ধতির খরচ অন্যান্য দেশের ক্যান্সার চিকিৎসার খরচের তুলনায় বেশ কম। ভারতে তৈরি সেই থেরাপির নাম হল ‘নেক্স কার-১৯ কার-টি সেল’ থেরাপি। ইমিউনোথেরাপি ও জিন থেরাপির একটি রূপ হল কার।
এতে শ্বেত রক্তকণিকা ও টি-কোষকে সরিয়ে নানা উপায়ে পুনরায়ে শরীরে প্রবেশ করানো হয়, যাতে ক্যান্সারের বিরুদ্ধে এই টি কোষগুলি লড়াই করতে সক্ষম হয়। এই থেরাপির দ্বারা শরীরের কোষগুলি হয় ওঠে আরও শক্তিশালী। যার জেরে কোষগুলি ক্যান্সারের বিরুদ্ধে লড়তে পারে। আইআইটি বোম্বে ও টাটা মেমোরিয়াল সেন্টারের যৌথ উদ্যোগে এই জিন ভিত্তিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃতি হয়েছে। দেশীয় এই পদ্ধতির কল্যানেই কয়েক কোটি টাকার ক্যান্সার চিকিৎসার খরচ এবার কমতে চলেছে ১৪ গুণ।